নয়াদিল্লি: ভারতের প্রথম সারির তারকা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। যতই তাঁর খ্যাতি, ব্যপ্তি হোক না কেন, তাঁর আচরণ, তাঁর ব্যবহার, তাঁকে সাধারণ মানুষের অনেক কাছে নিয়ে আসে, বারবার। বিশেষত বাঙালির কাছে তিনি তো 'বাড়ির ছেলে'। গায়ক আপাতত তাঁর ইউকে ট্যুরে (UK Tour) ব্যস্ত। সেখানকার এক কনসার্টের (Concert) একটি ভিডিও ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেখা গেল এক মহিলা মঞ্চের দিকে এগোতেই তাঁকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন স্বয়ং শিল্পী। কী বলতে শোনা গেল তাঁকে?


'যদি রক্ষা করতে পারতাম...', ফের মন জয় করলেন অরিজিৎ সিংহ


মঞ্চে প্রিয় তারকা পারফর্ম করছেন তখন। মন খুলে গানে গানে বুঁদ করেছেন লক্ষ লক্ষ দর্শককে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মঞ্চে শিল্পীর দিকে এগিয়ে যাচ্ছেন এক মহিলা অনুরাগী। তখনই তাঁকে আটকে দেন সেখানে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী। তখন ওই মহিলা খোলসা করে বলেন যে অরিজিৎ নিজেই তাঁদের ডাকছেন। তা সত্ত্বেও নিরাপত্তারক্ষী ওই মহিলাকে রীতিমতো গলা ধরে সরিয়ে দিয়ে যান। 


এই পরিস্থিতিতে মঞ্চের একেবারে সামনে এগিয়ে এসে হস্তক্ষেপ করেন অরিজিৎ। গোটা বিষয়টা নজর এড়ায়নি তাঁর। নিজের গলায় দেখিয়ে সকলের উদ্দেশে চেঁচিয়েই বলেন, 'কাউকে ওভাবে ধরা উচিত নয় একেবারেই'। এরপর দর্শকদের তিনি বলেন, 'দয়া করে সকলে বসে যান' এবং ওই ভদ্রমহিলার কাছে বারবার ক্ষমা চেয়ে নেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমি অত্যন্ত দুঃখিত, ম্যাম। যদি আমি ওখানে থাকতে পারতাম আপনাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি পারিনি। দয়া করে বসে পড়ুন।' 


অনুরাগীদের পক্ষ নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে এই কথা বলতেই দর্শকাসন থেকে তারস্বরে উচ্ছ্বাসের আওয়াজ মেলে। তাঁর কথা, তাঁর কাজ ফের একবার মন জয় করেছে দর্শকের। অনেকেরই মতে তিনি 'ভদ্র মানুষ'। 


 






আরও পড়ুন: Ranveer Allahbadia: জনপ্রিয় ইউটিউবারের চ্যানেল প্রতারকদের দখলে, 'বিয়ার বাইসেপস' সরল স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে?


সম্প্রতি লন্ডনের এক কনসার্টে অরিজিৎ সিংহের সঙ্গে মঞ্চে যোগ দেন ব্রিটিশ তারকা শিল্পী এড শিরান। তাঁদের একসঙ্গে এড শিরানের 'পারফেক্ট' গাইতে শোনা যায় যা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।