কলকাতা: করোনা আক্রান্ত অরিজিৎ সিংহ (Arijit Singh)। কেবল গায়ক নয়, আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংক্রমণের কথা নিজেই জানালেন সঙ্গীতশিল্পী। সেইসঙ্গে জানালেন, তিনি ও তাঁর স্ত্রী সম্পূর্ণ সুস্থবোধ করছেন কিন্তু নিজেদের নিভৃতবাসে রেখেছেন তাঁরা।
একের পর এক করোনা কাঁটায় জেরবার বিনোদন জগত। সংক্রমিত হয়েছেন টলিউডের একাধিক নায়ক নায়িকাও। আজই করোনা আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। আবারও করোনা সংক্রমিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানা গিয়েছে, সম্প্রতি দার্জিলিংয়ে (Darjeeling) পরিচালক অতনু বসুর ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন তিনি। সঙ্গে তাঁর স্বামী সঞ্জয় -সহ গিয়েছিলেন পরিবারের অন্যান্যরাও। ফিরে এসেই শরীর খারাপ হয়েছিল সকলের। এরপর করোনা সন্দেহে আরটিপিসিআর করানো হয়। রিপোর্ট এলে দেখা যায় অভিনেত্রী-সহ পরিবারের সকলেই করোনা সংক্রমিত হয়েছেন।
টলিপাড়ায় ,করোনার থাবা বসেছে ইতিমধ্যেই। রাজ-শুভশ্রী (Subhasree Ganguly) (Raj Chakrabory) থেকে শুরু করে রুদ্রনীল (Rudranil Ghosh), একে একে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা অভিনেত্রী পরিচালকরা। আক্রান্ত হয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। এ দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা সংক্রমিত (Corona Positive) হওয়ার খবর শেয়ার করেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ (Corona Positive Report) এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত বাহাত্তর ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।'
করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এদিন নিজের ফেসবুক প্রোফাইলে একথা জানিয়েছেন তিনি। অভিনেত্রী এও বলেন যে, আগে তাঁর মাথা ব্যথা ও জ্বরের মত কোভিড উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে তাঁর। বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা (Sreelekha Mitra)। শুক্রবার সন্ধেয় সেই রিপোর্ট পজিটিভ আসে।