Central Government Scheme : ঘরে কন্যা থাকলেই পেতে পারেন ২০০০ টাকা। প্রতি মাসে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার(Central Government)। আপনার কাছে এই বার্তা এসেছে কি ?


Central Government Scheme : প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা !
সোশ্যাল মিডিয়ায় এখন সরকারি খবরের বন্যা। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের বিস্তারিত বিবরণ পাওয়া যায় ফেসবুক, ট্যুইটার ছাড়াও অন্যান্য সামাজিক মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের 'প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা'র বিষয়ে জানতে পারেন আপনিও। খবর অনুযায়ী, দেশের সমস্ত কন্যাকে ২০০০ টাকা আর্থিক সাহায্য দিতে চলেছে মোদি সরকার। 


Government Schemes: আপনি জানেন তো ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল বার্তা সম্পর্কে জানতে পারে পিআইবি(PIB)। প্রেস ইনফরমেশন ব্যুরোর নজরে আসতেই এর সত্যতা যাচাইয়ে নামে তারা। পরে সরকারি ট্যুইটে এর সত্যতা জানিয়েছে PIB। সেখানে বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা'র অধীনে সব কন্যাকে প্রতি মাসে ২০০০ টাকা দেওয়ার যে খবর রটেছে, তা পুরো মিথ্যে। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও প্রকল্প চালাচ্ছে না।



PIB Fact Check: এই ধরনের বার্তা থেকে সাবধান


সত্যতা যাচাইয়ের পর পিআইবি (PIB) এই বার্তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তা থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)। এই ধরনের বার্তা সবাইকে শেয়ার করতে বারণ করেছে সংস্থা।প্রেস ব্যুরো বলেছে, এই ধরনের বার্তার মাধ্যমে বিভ্রান্ত হবেন না। 'বার্তার ফাঁদে পা দিলে' আপনার ব্যক্তিগত তথ্য ও টাকা হারাতে পারেন।


PIB Fact Check: কীভাবে ভুয়ো খবর বুঝবেন ?


যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে আপনি তার সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB-র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/  দেখতে হবে। এছাড়াও, আপনি ভিডিওটি পাঠাতে পারেন WhatsApp নম্বর +918799711259 বা email: pibfactcheck@gmail.com -এ।