কলকাতা: চার বছর পর ব্য়োমকেশ নিয়ে ফিরছেন অরিন্দম শীল (Arindam Sil)। প্রকাশ্যে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' ছবির টিজার। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সুহোত্র মুখোপাধ্যায় পাওলি দাম, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ। ১১ অগাস্ট ছবি মুক্তি পাওয়ার কথা।


প্রকাশ্যে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর টিজার


মুক্তি পেল অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজের পরবর্তী ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর টিজার। যেখানে শুরুতেই গল্পের প্রেক্ষাপট বলতে শোনা যায় আবীর চট্টোপাধ্যায়কে।  বিশুপাল বধের অসমাপ্ত কাহিনি শেষ করতে আসবেন ব্যোমকেশ। রক্তাক্ত নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু, রহস্য উদঘাটনে ব্যোমকেশের ডাক। তারপর? হত্যালীলার মঞ্চের রক্তের রহস্য কি উদঘাটিত হবে? বিস্তারিত জানা যাবে সিনেমায়। 


প্রসঙ্গত, 'ব্যোমকেশ হত্যামঞ্চ' অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প? ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ।


 






এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। এই গল্প তৈরি হয়েছে 'বিশুপাল বধ' উপন্যাসের আদলে। তবে বইতে 'বিশুপাল বধ' উপন্যাসটি ছিল অসমাপ্ত। কিন্তু পর্দায় এই গল্প সম্পূর্ণই থাকবে।


আরও পড়ুন: Durnibar Saha: 'আরও বেশি ভালবাসি', মীনাক্ষি নয়, সোশ্যাল মিডিয়ায় নতুন প্রেমের কথা স্বীকার দুর্নিবার সাহার


ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'এসভিএফ এবং ক্যামেলিয়ার মতো দুটো বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে এগিয়ে এসেছে এই ছবির জন্য। সেটাই ব্যোমকেশের মতো বড় প্রেক্ষাপটের ছবিকে প্রোডাকশনে রূপায়িত করতে সাহায্য করে।'