প্রসঙ্গত, দিন কয়েক আগেই ছিল অর্জুনের জন্মদিন। নাতিকে জন্মদিনে উপহার দিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরেই ঠাকুমা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এবার নিজের বিয়ে সেরে ফেল। অর্জুন উপহার সহ চিঠিটি শেয়ার করে এই হ্যাশট্যাগ দেন... #bossgrandma।
তবে ৩৩ বছরের অর্জুনের এখনই বিয়ে করার কোনও ইচ্ছে নেই। অভিনেতা জানিয়েছেন, আগে রিয়া, অনশুলা বিয়ে করুক, তারপর তিনি সাতপাকে বাঁধা করার কথা ভাববেন। সেটা দুই থেকে চার থেকে ছ বছরও লেগে যেতে পারে। পেশাদার ক্ষেত্রে 'নমস্তে ইংল্যান্ড' ছবি মুক্তির এখন অপেক্ষায় রয়েছেন অর্জুন কপূর।