কলকাতা: মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে অর্জুন কপূরের (Arjun Kapoor) সম্পর্ক ছিল দীর্ঘ। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেত। একসঙ্গে ঘুরতে যেতেন তাঁরা, সেই সমস্ত ছবিও শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সমস্ত এখন অতীত। মালাইকার সঙ্গে যে অর্জুনের প্রেম ভেঙেছে, তা এখন কারোরই অজানা নয়। তবে এই বিচ্ছেদ গভীর প্রভাব ফেলেছে অর্জুন কপূরের ওপর। একটি বিশেষ রোগের স্বীকার হয়ে ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে তাঁকে। কী হয়েছে অর্জুনের?


সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই বারে বারে মনোবিদের কাছে ছুটে যেতে হচ্ছে তাঁকে। কী এই রোগ? এই রোগে দ্রুত ওজন বৃদ্ধি পায়। ৩০ বছর বয়স থেকেই এই রোগে আক্রান্ত অর্জুন। এই রোগের কারণে শরীরের থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। এর ফলে অনিয়ন্ত্রিতভাবে ওজন বাড়ে। ছোট থেকেই ওজন বেশি ছিল অর্জুনের। সেই কারণে বারে বারেই থেরাপি নিতে হত তাঁকে। 


তবে শুধুমাত্র ওজন বাড়াই ‘হাসিমটো’ রোগের একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া নয়। সেই কারণেই অর্জুনকে ঘিরে ধরত একাকিত্ব ও অবসাদ। কোন ছবি মনোমতো ফল না দিলে, অবসাদে চলে যেতেন অর্জুন। তাঁর যে ছবিগুলি ভাল ফল করেনি। প্রত্যেকটা ছবি অসফল হওয়ার পরেই অবসাদে চলে যেতেন অর্জুন। তাঁর কথায়, 'আগের বছর থেকেই নিজের কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা ছিল। কিছুই যেন ভাল লাগত না। নিজের ছবি দেখা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। একাধিক মনোবিদকে দেখিয়েছি, কিন্তু লাভ হয়নি। অবশেষে একজনকে পেয়েছি যিনি আমার চিকিৎসা করছেন। উপকৃত হয়েছি।'


তবে 'সিংঘম এগেন'-এর সাফল্য নতুন করে কাজ করার উদ্যম দিয়েছে অর্জুনকে। আপাতত প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। রোহিত শেট্টির এই ছবি বক্সঅফিসেও ভাল ব্যবসা করেছে। প্রেম ভাঙলেও, আপাতত ভাল রয়েছেন বলেই জানিয়েছেন অর্জুন। নতুন করে কাজ করতে ইচ্ছা করছেন তাঁর। এমনটাই জানিয়েছেন তিনি। তবে সাক্ষাৎকারে মালাইকার প্রসঙ্গ এড়িয়েই গেলেন অর্জুন। মালাইকার সঙ্গে যে তাঁর সম্পর্ক আর নেই, সেই কথা ইতিমধ্যেই জানে সবাই।


আরও পড়ুন: Kanchan-Sreemoyee: রাত জেগে কীভাবে তাঁর খেয়াল রাখছেন কাঞ্চন? হাসপাতাল থেকেই জানালেন শ্রীময়ী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।