মুম্বই: সোশ্যাল মিডিয়া সব পেয়েছির আসর। এখানে সেলেবকেও মুহূর্তের মধ্যে যা তা বলে দিতে পারেন নাম না জানা সাধারণ মানুষ। কখনও কখনও সেই আক্রমণ শালীনতার সীমা ছাড়িয়ে যায়।
এমনই আক্রমণের শিকার হলেন এবার অর্জুন কপূর। টুইটারে এক মহিলা তাঁর চেহারা নিয়ে রীতিমত আপত্তিকর মন্তব্য করেছেন, তাঁর নাকি অর্জুনকে দেখলে অপরাধী ও ধর্ষকের কথা মনে হয়। ছবি টবি নিয়ে নয়, তাঁর আপত্তি একদমই অর্জুনের শারীরিক গঠন নিয়ে।
চুপ করে থাকেননি বনি কপূরের ছেলে। তিনি জবাবে লেখেন, এর থেকে নিম্নমানের ট্রোলিং হয়েছে বলে তাঁর জানা নেই.. এক মহিলা নির্লজ্জভাবে, অত্যন্ত স্বাভাবিকভাবে ধর্ষক শব্দটা ব্যবহার করছেন, এটা স্রেফ ট্রোলিং নয়, এটা দুঃখজনক।
তাঁর জবাবে কাজ হয়। নিজের টুইট ডিলিট করে দেন ওই মহিলা।
এক মহিলা ‘ধর্ষক’ বললেন অর্জুন কপূরকে, দেখুন তাঁর প্রতিক্রিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2017 03:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -