মুম্বই:  অনিল কপূর, বনি কপূর, সঞ্জয় কপূরদের পরিবারে বিবাহযোগ্য অনেকেই রয়েছেন পরবর্তী প্রজন্মের মধ্যে। অনিল কপূরের নিজের মেয়ে, ছেলেরয়েছেন, আছেন বনি কপূরের বড় ছেলে অর্জুন কপূরও। জাহ্নবী এবং খুশি এখন বিয়ের জন্যে অবশ্য অনেকটাই ছোট। তাহলে এই কপূর পরিবারে পরবর্তী প্রজন্মের মধ্যে কার আগে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বলুনতো?

এপ্রসঙ্গে কিংবদন্তী অভিনেতা অনিল কপূরের দাবি, তাঁদের বাড়িতে সবচেয়ে আগে বিয়ের সম্ভাবনা রয়েছে অর্জুনেরই। 'মুবারকন' মুক্তির জন্যে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ছবিটি বিয়ের থিমের ওপরই তৈরি হয়েছে। বিয়ের ভাবনা বাছা হয়েছে কারণ, অর্জুনকে তাড়াতাড়ি বিয়ে দিতে চান তাঁরা, দাবি অভিনেতা অনিল কপূরের।

তবে কাকার মজায় পাল্টা জবাব দিয়েছেন ভাইপোও। তাঁর বক্তব্য, তিনি বিয়ে করছেন আগামী ২৮ জুলাই, এবং দুটো আলাদা মেয়েকে। সেই বিয়ের অনুষ্ঠান দেখতে দর্শকদের প্রেক্ষাগৃহে আসার জন্যেও অনুরোধ করেছেন কাকা-ভাইপো। এই প্রথম একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করছেন অর্জুন-অনিল।