কলকাতা: 'ধুরন্ধর' (Dhurandhar)-এর ট্রেলার মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যেমন রণবীর সিংহের (Ranveer Singh) নতুন লুককে খুব পছন্দ করেছেন, তেমনই অনেকে আবার বিরোধিতা করেছেন ট্রেলারে দেখানো বেশ কিছু হিংসার দৃশ্যের। তবে রণবীরের পাশাপাশি, 'ধুরন্ধর'-এ আরও একজনকে দেখা গিয়েছে ভয়াবহ রূপেই, তিনি অর্জুন রামপাল (Arjun Rampal)। ট্রেলারের একেবারে শুরুতেই তাঁর অভিনীত দৃশ্য ভয় ধরিয়েছে। ট্রেলারে দেখা যাচ্ছে, এক ব্যক্তির শরীরে অসংখ্য সূঁচ ফুটিয়ে রেখেছেন তিনি। আর এই নিষ্ঠুর অত্যাচারের দৃশ্য এইভাবে খোলাখুলি দেখানো নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

Continues below advertisement

এই দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকে। ছবিটি এখনও পুরোপুরি দেখেননি দর্শকেরা। কিন্তু যতটুকু ঝলক দেখা গিয়েছে, তাতেই প্রশ্ন উঠেছে যে, কীভাবে এত নিষ্ঠুর, নৃশংস একটা চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অর্জুন রামপাল? ঝলকমুক্তির অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল অর্জুন রামপালকে। তিনি এর উত্তরে বলেন, 'এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। গোটাটাই পরিচালকের ভাবনা। আর পরিচালকের ভাবনা নিয়ে কথা বলতে আমার খুবই একঘেয়ে লাগে। ফলে এ নিয়ে আমি যত কম কথা বলব, ততই ভাল।' পাশাপাশি এদিন অর্জুন রামপাল বলেন, 'আজকের দিনটা আমার কাছে ভীষণ বিশেষ, কারণ ছবিটি আদিত্য ধর তৈরি করেছেন।'

প্রসঙ্গত, ট্রেলার মুক্তির পরেই সেটি নিয়ে চূড়ান্ত আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেটপ্রভাবী ধ্রুব রাঠী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আদিত্য ধর বলিউডের চূড়ান্ত খারাপ বলে যদি কিছু থাকে, তার সীমাও পার করে গিয়েছেন। চূড়ান্ত হিংসা, নৃশংসতা, আর অত্যাচারকে তুলে ধরা হচ্ছে তাঁর নতুন সিনেমার ট্রেলারে। এত হিংসা, এত রক্ত, এত নৃশংসতায় ভরা একটা ঝলক দেখা আর আইসিস-এর জঙ্গিদের হত্যালীলা দেখা, ২টোই মোটামুটি সমান। আর এটাকে বিনোদন বলে তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে!'

Continues below advertisement

ধ্রুব রাঠী আরও লেখেন, 'শুধুমাত্র টাকা উপার্জনের জন্য পরিচালক এতটাই লোভী হয়ে উঠেছেন যে, তিনি নতুন প্রজন্মের মধ্যে এতটা বিষ ঢালছেন! অত্যাচার, হিংসা এগুলিকে গৌরবান্বিত করছেন! সেন্সর বোর্ডের ভেবে দেখা উচিত, চুম্বন দেখানো বেশি ক্ষতিকারক নাকি একজন মানুষের জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে এটা দেখানো বেশি ক্ষতিকারক'। অনেকে ধ্রুব রাঠীর সঙ্গে একমত হলেও অনেকে আবার তাঁর বিপরীত মতপোষণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, হলিউডে রুপোলি পর্দায় হিংসার বিভিন্ন দৃশ্য দেখানো খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। এর আগেও 'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজীর চরিত্রে ভয় ধরিয়েছিলেন রণবীর সিংহ।