মুম্বই: ‘কহানি ২’ সিনেমার শ্যুটিং চলাকালে হাঁটু ভাঙল অর্জুন রামপালের। ৪৩ বছরের বলিউড তারকা টুইটারে তাঁর জখম হাঁটুর ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘তাড়া করার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাঁটু ভেঙেছে। শ্যুটটা শেষ করেছি। কিন্তু এখন যন্ত্রণা। কিন্তু নো পেইন নো গেন’।


পরিচালক সুজয় ঘোষের ‘কহানি’ সিনেমার সিক্যোয়েলে বিদ্যা বালনই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এই প্রথম রূপোলি পর্দায় বিদ্যার সঙ্গে দেখা যাবে অর্জুন রামপালকে।
গত মার্চে এই সাসপেন্স থ্রিলারের শ্যুটিং শুরু হয়েছে। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।