দুই মেয়েকে নিয়ে বেড়াতে বেরোলেন অর্জুন রামপাল
দুই মেয়েকে সঙ্গে নিয়ে অর্জুনের এই ছবিতে তিনজনেই বেশ হাল্কা মুডে ছিলেন। ছবি-মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতে স্পষ্ট যে, অর্জুন তাঁর সকল সম্পর্ককেই অত্যন্ত গুরুত্ব দেন। ছবি-মানব মঙ্গলানি
অর্জুনের দুই কন্যার নাম মাহিকা ও মায়রা। দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক কতটা নিবিড়, তা ছবি থেকেই স্পষ্ট। ছবি-মানব মঙ্গলানি
অর্জুন তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করে জানান যে, তিনি বাবা হতে চলেছেন।
অর্জুন ও তাঁর প্রথম স্ত্রীর দুই কন্যা সন্তান। ছবি-মানব মঙ্গলানি
প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক রয়েছে অর্জুনের। তবে এই সম্পর্কের প্রভাব তিনি তাঁর দুই মেয়ের ওপর পড়তে দেননি। ছবি-মানব মঙ্গলানি
খুব শীঘ্রই আরও এক সন্তানের পিতা হতে চলেছেন অর্জুন। তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমিট্রিয়াডেস অন্তঃসত্ত্বা। ছবি-মানব মঙ্গলানি
বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সম্প্রতি তাঁর দুই মেয়ের সঙ্গে দেখা গেল। নৈশভোজের পর একটি রেস্তোরাঁর বাইরে দেখা গেল তাঁদের। ছবি-মানব মঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -