'Sedin Kuyasha Chilo': প্রেক্ষাগৃহে ৫০ দিন পার করল অর্ণবের 'সেদিন কুয়াশা ছিল', উচ্ছ্বাস প্রকাশ পরাণ-লিলির

50 Days of 'Sedin Kuyasha Chilo': 'সেদিন কুয়াশা ছিল' এক চিরন্তন ভালবাসার গল্প। তিনটি সম্পর্কের গল্প বলে এই ছবি। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পেয়েছিল এই ছবি।

Continues below advertisement

কলকাতা: দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ৫০ দিন পার করে ফেলল অর্ণব মিদ্যা (Arnab K Middya) পরিচালিত 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। তিন ভিন্ন গল্পকে সুন্দর করে এক সম্পর্কের সুতোয় বেঁধেছিলেন পরিচালক। একগুচ্ছ তারকা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি এই ছবি এখনও মানুষের মন ভরাচ্ছে। এই সাফল্যে কী বলছেন সিনেমার দুই বর্ষীয়াণ অভিনেতা ও অভিনেত্রী, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)?

Continues below advertisement

প্রেক্ষাগৃহে ৫০ দিন পার করল 'সেদিন কুয়াশা ছিল', সাফল্যে খুশি পরাণ-লিলি

'সেদিন কুয়াশা ছিল' ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'অর্ণব মিদ্যার বহু পরিশ্রমের এক সুন্দর সাফল্য। এই ছবির মধ্যে দিয়ে ও যা বলতে চেয়েছে, তার সঙ্গে নামকরণটা সুন্দর মানিয়েছে। ভালবাসা, স্নেহ, মমতা, দায়বদ্ধতা সবটাই যেন একটা কুয়াশার আড়ালে চলে গিয়েছে। এই সবটা নিয়ে গল্পটা নিজের ভাবনা দিয়ে সুন্দর তৈরি করেছে, তারপরে আমরা সকলে সেটা সাজানোর চেষ্টা করেছি। মানুষ ভীষণ ভালভাবে গ্রহণ করেছে সেটা। যদিও আজকের দিনে দাঁড়িয়ে নিজের চেষ্টায় এই কাজ ও করেছে, কোনও বড় হাউজের সাহায্য ছাড়াই। নিজের চেষ্টায় কাজ করার অধিকার তো সকলেরই আছে। সেটা করে মানুষের মন জয় করেছে ও, এখানেই ছবিটির সার্থকতা। এরপরে ও আরও উৎসাহিত হবে, এই সম্ভাবনায় আমি খুশি। ওর জন্য শুভেচ্ছা।'

ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। তিনি বলছেন, 'এই ছবি যে ৫০ দিন ধরে প্রেক্ষাগৃহে চলছে সেটা সত্যিই গর্বের বিষয়। অর্ণবের ছবি, এত সুন্দর করে কাজ করেছে, এবং দর্শক পছন্দ করেছেন। আরও ৫০ কেন, আরও ৫০০ দিন চলুক এই ছবি, সেই আশা করব। গল্পটা শুনেই খুব ভাল লেগেছিল। কাজ করার অভিজ্ঞতাও খুব ভাল।'

আরও পড়ুন: 'Adalat O Ekti Mei': রঙের উৎসবে দুষ্টের দমন করবে দুর্গা সোরেন? 'আদালত ও একটি মেয়ে' ধারাবাহিকে টানটান পর্ব

'সেদিন কুয়াশা ছিল' এক চিরন্তন ভালবাসার গল্প। সমবয়সী দুই নারী ও পুরুষের প্রেম ছাড়াও অনেক ধরনের ভালবাসা হয়। বাবা-মায়ের তাঁদের সন্তানের প্রতি নিঃশর্ত ভালবাসা, বন্ধুদের নিজেদের মধ্যে অকৃত্রিম, নিঃস্বার্থ ভালবাসা কিংবা একজন বিপ্লবীর তার দেশের প্রতি নিজেকে উজাড় করে ভালবাসা - এইসবই যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু আমরা হয়তো সেই ভালবাসাকে উপলব্ধি করতে পারি না, বা পারলেও প্রেমের বেড়াজালে সেই ভালবাসা কেমন যেন ম্লান হয়ে যায়। এমনই তিনটি সম্পর্কের গল্প বলে এই ছবি। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পেয়েছে এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola