কলকাতা: নারী দিবসের (Women's Day) প্রাক্কালে নিজের আগামী ফিচার ছবির ঘোষণা করলেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Middya)। ফের তাঁর ছবির মুখ্য চরিত্রে এক নারী। অভিনয়ে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ছবির নাম 'মেঘলা' (Meghla)। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই অর্ণবের। প্রকাশ্যে এল মিথিলার প্রথম লুকও। 


'মেঘলা'র গল্প এক ঝলকে


অর্ণব মিদ্যার পরিচালনায় আসছে নতুন ছবি 'মেঘলা'। নাম ভূমিকায় অভিনয় করবেন মিথিলা। ছবির গল্পটা ঠিক কীরকম?


মেঘলা হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে, যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় অদম্য পরিশ্রমের ফলস্বরূপ আজ সে প্রতিষ্ঠিত। স্বামীকে নিয়ে তার সুখের সংসার, তার স্বামী আবির ফরেনসিক মেডিসিনের ডাক্তার। কিন্তু বিয়ের পরেও মেঘলা ভোলে না সেই আশ্রমকে, যেখান থেকে তার বড় হয়ে ওঠা। সে শত কাজের ফাঁকেও যথাসাধ্য চেষ্টা করতে থাকে আশ্রমের বাকি বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর, নিজের মতো করে চেষ্টা করে তাদের সঙ্গে সময় কাটানোর। 


অফিসের কাজের সুবাদে, দিন কয়েকের জন্য বাইরে গিয়ে ফিরে আসার পর খবর পায় আশ্রমের একটি ফুটফুটে বাচ্চা মেয়েকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। মানসিকভাবে ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা মেঘলা, এ কোন পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে আসতে চলেছে! সেই ভাবনাই তাকে কুরে কুরে খেতে থাকে। তীব্র মানসিক অবসাদ কাটাতে আবির মেঘলাকে নিয়ে এক নির্জন পাহাড়ি গ্রামে বেড়াতে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মেঘলা, কলকাতা ফিরে আসার আগে দিন, হঠাৎই আবির উধাও হয়ে যায়। আবারও মেঘলার জীবনে বিপদের মেঘ ঘনিয়ে আসে, শুরু হয় আবিরকে খুঁজে বের করার পালা। 


নিয়মিত থানায় যাওয়া; থানার অফিসারের মারফত বেড়াতে যাওয়া এলাকার থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করা, সবই চলতে থাকে। ঘটনাচক্রে স্থানীয় থানার বড়বাবু রুদ্র, আবিরের বাল্যবন্ধু। হারিয়ে যাওয়ার পর যিনি আবিরকে খোঁজার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। আবিরকে খুঁজে পেতে থানায় নিয়মিত যাতায়াতের সুবাদে এক সাংবাদিকের সঙ্গে আলাপ হয় মেঘলার। সাত্যকি নামের সেই সাংবাদিকও আপ্রাণ চেষ্টা করতে থাকে মেঘলাকে সাহায্য করার। এর মধ্যে কেউ বা কারা মেঘলাকে নিয়মিত ফলো করতে শুরু করে, বাড়িতে আসতে থাকে হুমকি চিঠি। হঠাৎই সাত্যকি খোঁজ নিয়ে আসে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ রয়েছে উত্তরবঙ্গের এক মর্গে। মেঘলাকে নিয়ে সেখানে যায় সাত্যকি। মেঘলা সনাক্ত করে আবিরের দেহ, মাথায় আকাশ ভেঙে পড়ে। শুরু হয় আবিরের মৃত্যুর কারণ খোঁজা। এর মধ্যেই অপহৃত হয় মেঘলা। তাকে নিয়ে যাওয়া হয় এক পরিত্যক্ত জায়গায়। শুরু হয় সেখান থেকে নিজেকে বের করে আনার লড়াই, কিডন্যাপারদের সঙ্গে মাইন্ড গেম। মেঘলা কি আদৌ পারবে অন্ধকার কুঠুরি থেকে নিজেকে বের করে আনতে, পারবে কি জানতে কে বা কারা তাকে হঠাৎ করে অন্ধকার কুঠুরিতে আটকে রাখল, পারবে কি জানতে তার স্বামীর মৃত্যুর পিছনে কাদের হাতে রয়েছে? মেঘলা কি আদৌ তার জীবনে ঘনিয়ে আসা মেঘ কাটিয়ে আলোর সন্ধান পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে 'মেঘলা' ছবিতে। 


'মেঘলা' ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকে। অর্ণবের এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য। 


অর্ণব মিদ্যার প্রথম ফিচার ফিল্ম 'অন্দরকাহিনী'ও ছিল নারীকেন্দ্রিক। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা সরকারকে। 'মেঘলা' প্রসঙ্গে কী বললেন অর্ণব? পরিচালকের কথায়, 'অন্দরকাহিনীর পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি তৈরি অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, যেখানে বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রের রূপদানের জন্য অভিনেতার নির্বাচন একটি কঠিন কাজ। চিত্রনাট্য লেখার সময় আমরা হয়তো অনেক দৃশ্য আমাদের মতো করে কল্পনা করি, কিন্তু শ্যুটিংয়ের সময় সেই পরিকল্পনা অনুযায়ী শ্যুট করা এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিনেতাদের স্বতঃস্ফূর্ত  অভিব্যক্তি ছাড়া কোনও চরিত্রই জীবন্ত হয়ে উঠতে পারে না। আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতো একজন অত্যন্ত সুযোগ্য অভিনেত্রী মেঘলার মতো একটি কঠিন চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন।'


আরও পড়ুন: Sid-Kiara: মুগ্ধ দৃষ্টিতে হারিয়ে গেলেন একে অপরের চোখে, গায়ে হলুদের ছবি শেয়ার সিড-কিয়ারার


প্রসঙ্গত, পরিচালকের আরও একটি ছবি 'সেদিন কুয়াশা ছিল' মুক্তির অপেক্ষায়। এক ঝাঁক তারকাকে সেই ছবিতে দেখা যাবে।