মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন বলিউডের বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব। এরমধ্যে রয়েছেন বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর সহ বেশ কয়েকজন তারকা সন্তান। সদ্যই সোনাম কপূর তাঁকে বিদ্রুপের কিছু স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন টেলিভিশন শো বিগ বস খ্যাত আরশি খানও।
আর্শি খান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বার্তা তিনি পাচ্ছেন। আরশি বলেছেন, বেশিরভাগ মেসেজেই তাঁকে সলমন খানের থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। সেইসঙ্গে তাঁকে বিদ্রুপের মুখেও পড়তে হচ্ছে। আরশির অভিযোগ, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, কয়েকটি নম্বর থেকে তাঁকে ফোনও করা হচ্ছে, যারা তাঁর সঙ্গে অভব্য আচরণ করছেন।
এ ব্যাপারে আরশি বলেছেন, সবাই জানেন আমি সলমনের কত বড় ফ্যান। আর তা নিয়ে আমার কোনও লুকোছাপা নেই। এখনই নয়, বিগ বসের সময় থেকেই এ কথা আমি বলে এসেছি। এখন সুশান্তর মৃত্যুর পর কেউ কেউ আমাকে মেসেজ করছে, ফোন করছে। জানি না, আমার ব্যক্তিগত নম্বর ওরা পেল কীভাবে।
আরশি আরও বলেছেন, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় আমাকে মেসেজ করে কেউ কেউ সলমন খানকে আনফলো করতে বলছেন। ওই ব্যক্তিরা সলমনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে খুবই আপত্তিজনক অভিযোগ করছে। এ ধরনের কথাবার্তা জানাতে পারি না। কিন্তু সেগুলি আমার কাছে খুবই সমস্যাজনক। কিন্তু আমি চুপচাপ এ সব মেনে নেব না। এর বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।
উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর সামনে আসার পর আরশি খানও প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, সাফল্যই সবকিছু নয়, জীবনে মানসিক শান্তিরও খুবই প্রয়োজন।
ঘৃণায় ভরা মেসেজ, হুমকি, সলমনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীদের নিশানায় আরশি খান!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2020 05:05 PM (IST)
সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন বলিউডের বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব। এরমধ্যে রয়েছেন বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর সহ বেশ কয়েকজন তারকা সন্তান।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -