কলকাতা: প্রয়াত পরিচালক অরুণ রায় (Arun Roy)। রবিবার তাঁর বাড়িতে হল পরিচালকের শ্রাদ্ধানুষ্ঠান। হাজির ছিলেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty), সোমু সরকার (Somu Sarkar), রেমো (Remoo) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা, যাঁরা কাজ করেছেন তাঁর সঙ্গে। প্রত্যেকেই পরিচালকের এই অকালপ্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াইটা আর শেষ পর্যন্ত চালাতে পারলেন না অরুণ রায়। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। জীবনদীপ নিভল অকালেই। রবিবার পরিচালকের বাড়িতে নিজের হাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানান, দেব, রুক্মিণী, সোমু, রেমো ও অন্যান্যরা।


শেষের দিকে ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। আইসি ইউ তে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষের কয়েকটা দিন পরিস্থিতি আরও খারাপ হয়েছিল পরিচালকের। এর আগেও ক্যানসারের কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। থাকতে হয়েছিল দীর্ঘ চিকিৎসায়। তবে সেই সমস্ত যুদ্ধ জয় করে ফিরে এসেছেন তিনি। তবে শেষবার আর পারলেন না। লড়াইটা হেরে গেলেন অরুণ।


দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন পরিচালক। সদ্য তাঁকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন দেব। পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। পরিচালক অরুণ রায়-ও দেবকে যথেষ্ট স্নেহ করতেন। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দেব-এর 'খাদান' ছবিটির প্রশংসা করে পোস্ট করেছিলেন। দেবের সঙ্গে তাঁর আগামী কাজেরও পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা আর কাজে পরিণত হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। আজ তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন দেব। সঙ্গে রুক্মিণীও। কাজেও বসেছিলেন তাঁরা। শেষবারের মতো শ্রদ্ধা জানালেন পরিচালককে।


দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ। সমালোচকদের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছিল এই ছবি। তাঁর প্রথম ছবির নাম ছিল হীরালাল। দর্শকদের মধ্যে ভীষণ প্রশংসিত হয়েছিল এই ছবি। সেই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কিঞ্জল নন্দ। পরিচালকের পরের দিকের ছবি 'বিনয় বাদ দীনেশ'-এও অভিনয় করেছিলেন কিঞ্জল। সঙ্গে ছিলেন অর্ণ মুখোপাধ্যায়েও। সেই ছবিও সমালোচকদের মধ্যে খুব প্রশংসিত হয়েছিল। পুজো ছবির গল্পটাই সাদায় কালোয় এঁকেছিলেন পরিচালক। আজ দেব, রুক্মিণী, সোমু ও রেমো প্রত্যেকেই শ্রাদ্ধের কাজে বসেছিলেন। প্রত্যেকেই প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানান শেষবারের মতো।


আরও পড়ুন: Kangana Ranaut: খুব ভাল বন্ধু, তাও কেন সুযোগ পেয়েও সলমনের সঙ্গে জুটি বাঁধলেন না কঙ্গনা?