কলকাতা: সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'সোহাগে আদরে'। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অরুণিমা হালদার (Arunima Haldar)। ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ অরুণিমা। দীর্ঘদিন পরে আবার ধারাবাহিকে মুখ্যচরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। তাঁর চরিত্রের নাম সোহাগ। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ রঞ্জন মুখোপাধ্যায় (Subho Ranjan Mukhopadhay)-কে। তাঁর চরিত্রের নাম সূর্য। ধারাবাহিকে এই প্রথম জুটি বাঁধছেন অরুণিমা আর শুভ।
এই গল্পের নায়িকা সোহাগ। যে নিজের কথা ভাবে না। শুধুমাত্র অন্যদের জন্য কাজ করতেই সে ভালবাসে। কিন্তু তার জীবন হঠাৎ একটা অদ্ভুত মোড় নেয়। হঠাৎ একটা পরিস্থিতির মধ্যে পড়ে, তাকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয় সূর্যর সঙ্গে। সূর্য পেশায় একজন ব্যবসায়ী। কিছু ব্যক্তিগত কারণে তার নিজের মায়ের ওপর ভীষণ রাগ। সূর্যের জীবনের টানাপোড়েনের মধ্যেই শুরু হয়, সোহাগের সঙ্গে তার প্রেমের সফর। সূর্যর ভেঙে যাওয়া যৌথ পরিবারকে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে সোহাগ। আর তাতেই যেন আরও দৃঢ় হয় সোহাগ আর সূর্যের বন্ধন।
সোহাগের চরিত্রের বৈশিষ্ট হল, তার অসীম ধৈর্য্য। অন্যের জন্য লড়াই করতে সে ভালবাসে। সোহাগের সরল মন আর সবাইকে একসঙ্গে নিয়ে চলার ক্ষমতাই যেন পরিবারের স্তম্ভ হয়ে দাঁড়ায়। অন্যদিকে সূর্য সোহাগের একেবারে বিপরীত চরিত্র। তার চরিত্রের মধ্যে জটিলতা রয়েছে। এই দুই চরিত্র কীভাবে একে অপরের কাছে আসবে, সেই নিয়েই নতুন গল্প 'সোহাগে আদরে'।
এই ধারাবাহিক নিয়ে অরুণিমা বলেছেন, 'এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম সোহাগ। আমার চরিত্রটার সঙ্গে নামটা একেবারে সঠিক। সোহাগ নিজের চারদিকের মানুষকে ভালবেসে তাদের সঙ্গে থাকতে চায়। সোহাগ বিশ্বাস করে, জীবনের সমস্ত সমস্যা কেবল ভালবেসেই সমাধান করা যায়। তবে তার সঙ্গে সঙ্গে সোহাগের একটা প্রতিবাদী সত্ত্বাও রয়েছে। আর যেটা সবচেয়ে বেশি আছে, সেটা হল, নিজের পরিবারের প্রতি টান। সোহাগ মনে করে, যেটা সে পায়নি, সেটা যেন তার পরিবার পেয়ে ভাল থাকে। চরিত্রটার সঙ্গে আমার মিল বলতে, এই আপনজনকে ভালবাসাটা। আমরা প্রত্যেকেই বোধহয় নিজেদের পরিবারকে খুব ভালবাসি। সোহাগের মতো আমার ও প্রতিবাদী সত্ত্বা রয়েছে। হয়তো ও চিৎকার করে প্রতিবাদ করে না। কিন্তু কখনও কোনও সমস্যা দেখলে ও সেটার প্রতিবাদ করে।'
এর আগে, একাধিক সিনেমাতেও কাজ করেছেন অরুণিমা। ফের ছোটপর্দায় ফিরছেন তিনি।