কলকাতা: ছোটপর্দা আর বড়পর্দা, দুই জায়গাতেই কাজ করছেন তিনি। আগামীতে তাঁকে বড়পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কাকাবাবু-র ছবিতে সন্তুর ভূমিকায় অভিনয় করবেন তিনি। আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। অন্যদিকে সদ্য ধারাবাহিক 'ভিডিও বৌমা'-তে ও মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি। আর এবার, বড়পর্দায় নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আরিয়ানকে। আসছে নতুন ছবি 'স্লেয়ার'। দ্বৈপ্যন এম-এর পরিচালনায় এই থ্রিলার ছবির মুখ্যভূমিকায় থাকছেন আরিয়ান। আর নায়িকার ভূমিকায় দেখা যাবে শুভঙ্কি ধরকে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্যকে।

পরিচালক বলছেন, 'এই ছবিতে আরিয়ান আর শুভঙ্কির নতুন জুটি দেখতে পাবেন দর্শক। ছবিতে বেশ কয়েকটি ভাল গান রয়েছে। পাশাপাশি রয়েছে রহস্যের ঠাসবুনোট। আশা করি দর্শকদের এই ছবি ভীষণ ভাল লাগবে। অভিনেত্রী শুভঙ্কি বলছেন,  'এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। থ্রিলার, মার্ডার, রহস্যে এই সবকিছু নিয়ে 'স্লেয়ার'। আরিয়ান ভৌমিকের সাথে কাজ করার অভিজ্ঞতাও ভীষণ ভাল। আশা করছি কাজটা সবার খুব ভালো লাগবে।'

এই ছবিটি নিয়ে আরিয়ান বলছেন, 'ছবিতে গৌরব চরিত্রে আমাকে দেখা যাবে। আমার চরিত্রটা পুরোপুরি আলাদা। যে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। নতুন নতুন জিনিস খুঁজে বের করাটাই তার নেশা। গল্পে গৌরবের সাথে দেখা হয় ডাক্তার প্রিয়ার সাথে। কিন্তু এই সফরের সঙ্গেই জড়িয়ে ছবির মূল গল্প। খুন আর রহস্য শুরু হয় এখান থেকে। গৌরবের জীবনে নানা টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় এই গল্প। থ্রিলার গল্পে যত ধরনের রহস্য থাকা দরকার, সবটা এই গল্পে আছে। মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি খুব কম হয়, সেখানে "স্লেয়ার" দর্শকদের একটা আলাদা স্বাদ দেবে। আমাদের শ্যুটিং হয়েছে কলকাতাতে। নতুন পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। পুরো টিম খুব ভাল করা করেছে।'

ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। ছবিতে মিউজিক এর দায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহা এর প্রযোজনাতে "অ্যাম্পল ড্রিমস ডেভেলপারস" এর ব্যানারে মুক্তি পাবে এই ছবিটি। আরিয়ানের নায়ক হিসেবে এমনিই জনপ্রিয়তা রয়েছে। সেই কারণে এই ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। নতুন নায়িকার সঙ্গে আরিয়ানের রসায়ন কেমন জমল, সেটাই দেখতে চান দর্শকেরা।