ভাস্কর ঘোষ, নিশ্চিন্দা (হাওড়া):  হাওড়ার (Howrah) নিশ্চিন্দার (Nischinda) দুই গৃহবধূর নিখোঁজ-রহস্যের পর্দাফাঁস হল। শীতের পোশাক কেনার নাম করে মুর্শিদাবাদে (Murshidabad) যান দুই গৃহবধূ। সেখান থেকে প্রেমিকদের সঙ্গে মুম্বই পাড়ি দেন তাঁরা। ৬ মাস আগে নিশ্চিন্দার (Nischinda) বাড়িতে কাজ করতে আসেন ২ রাজমিস্ত্রি। বাড়িতে কাজ করতে এলে মুর্শিদাবাদের ২ রাজমিস্ত্রির সঙ্গে ঘনিষ্ঠতা হয় বাড়ির দুই বউ-এর। দুই রাজমিস্ত্রির সঙ্গে ঘনিষ্ঠতা হয় বাড়ির দুই বধূর। তার পরই ৭ বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন দু'জন। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে ২ প্রেমিকের সঙ্গে মুম্বই পাড়ি দেন ২ গৃহবধূ। 


গত ১৫ ডিসেম্বর রহস্যজনকভাবে (Mysteriously) নিখোঁজ হয়ে যায় একই পরিবারের তিনজন! নিশ্চিন্দা থানা এলাকার আনন্দনগর সাপুইপারা এলাকার ঘটনাটি ঘটে।


গত ১৫ ডিসেম্বর শীতবস্ত্র কিনতে শ্রীরামপুরে যাবে বলে বের হন বাড়ির দুই বধূ ও সাত বছরের এক পুত্রসন্তান। বেলুড় থেকে শ্রীরামপুর ট্রেনে করে মার্কেটিংয়ের জন্য বের হন দুপুর ১২টায়। তারপর থেকে আশ্চর্যজনকভাবে তিন জন সম্পূর্ণ বেপাত্তা হয়ে যায়। ওই দিন বেলা আড়াইটের পর থেকে মোবাইলও সুইচ অফ মেলে তাঁদের।


তাঁদের না পেয়ে ১৫ ডিসেম্বর রাতে নিশ্চিন্দা (Nischinda) থানায় মিসিং ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। গতকাল পর্যন্ত তাঁদের কোনও খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই আশঙ্কায় ছিলেন পরিবারের সদস্যরা। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাঁরা বারবার ছুটে যান থানায়। কী হল দুই বধূ এবং ওই ছোট্ট সন্তানের তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা। তবে আজই সেই রহস্যের কিনারা করে পুলিশ।  নিখোঁজ দুই গৃহবধূর নাম- রিয়া কর্মকার, ২৩ বছর বয়স। অনন্যা কর্মকার, ২৫ বছর বয়স এবং আইস কর্মকারের সাত বছর বয়স।


আরও পড়ুন: Jalpaiguri News: কালো মতো কী ঢুকে পড়ল ঝোপে! বানারহাট এলাকায় খোঁজ মিলল ভালুকের


আরও পড়ুন: South 24 Paraganas News: কলকাতা পুরভোটের ডিউটি সেরে ভোরে ফেরার পরই মৃত্যু বিডিও-র