মুম্বই: আজ বিবাহবার্ষিকী (Vicky Katrina Wedding Anniversary) বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। গত বছর আজকের দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই তারকা। দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তাঁরা। স্বাভাবিকভাবেই প্রথম বিবাহবার্ষিকী একটু বেশিই স্পেশাল তাঁদের কাছে। আর তা উদযাপন করতেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তাঁরা। কিন্তু প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা?


প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিলেন ভিকি - ক্যাটরিনা-


প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁরা যে পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তা আগেই জানিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ভিকি। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ক্যাটরিনা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, স্ত্রীকে বহুমূল্যের গয়না উপহার দিয়েছেন ভিকি। আর স্বামীকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনা। 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Rittika Sen: জন্মদিন উদযাপনের বিশেষ ভিডিও পোস্ট দেবের নায়িকা ঋত্বিকার, ভালোবাসায় ভরালেন নেটিজেনরা


প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০২১-এর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। চূড়ান্ত গোপনীয়তা এবং নিরাপত্তার মধ্যে বিয়ে সারেন তাঁরা। আজকের এই বিশেষ দিনে দুই তারকাকে অনেক শুভেচ্ছা।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">