মুম্বই: বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ আশা ভোঁসলে। তিনি বলেছেন, প্রিয়ঙ্কা অসাধারণ মহিলা। পদ্মভূষণ পুরস্কারজয়ী শিল্পী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে  প্রিয়ঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, অসাধারণ মহিলা। আমি প্রিয়ঙ্কার কথা বলছি।





আশা ভোঁসলের মতো ব্যক্তিত্বের কাছ থেকে এ ধরনের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত প্রিয়ঙ্কা। নিজের প্রতিক্রিয়ায় প্রিয়ঙ্কা বলেছেন, আশাজী, আপনি অনন্য। আপনার ভালোবাসা ও যে শব্দ ব্যবহার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট।