মুম্বই: ফুল নিয়ে পোজ দিলেন অভিনেত্রী আথিয়া শেট্টি। কেএল রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। এই আবহে আথিয়ার পোস্টে কমেন্ট করলেন রাহুল। ফুল তার কতটা পছন্দের তা বোঝা গেল এই পোস্টেই। বুধবার ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন অভিনেত্রী।  সেখানে ভালবাসা জানান ক্রিকেটার। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন তাঁরা।



ওই ছবিতে দেখা যাচ্ছে, একগুচ্ছ সূর্যমুখী ফুল নিয়ে পোজ দিচ্ছেন আথিয়া। ক্যাপশনে লিখেছেন, ফুল আমাকে খুশি করে। কমেন্টে ভালবাসা জানিয়েছেন রাহুল। সেই কমেন্টে এক নেটিজেন লিখলেন, লাভার বয়। নভেম্বরে আথিয়ার জন্মদিন  ছিল। সেই উপলক্ষে পোস্ট করেন কে এল রাহুল। পোস্টের ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন পাগল শিশু।


তবে তাঁরা সম্পর্কে আছেন কিনা তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এবিষয়ে উঠে আসে আথিয়ার ভাইয়ের প্রসঙ্গ। এক সাক্ষারকারে আথিয়ার বাবা সুনীল শেট্টি বলেন সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অহনের বান্ধবীকে আমরা পছন্দ করি। আথিয়া কাউকে পছন্দ করতেই পারে। আমার তা নিয়ে কোনও সমস্যা নেই। ওদের সুখা থাকাটাই আসল ব্যাপার। আশা করি আমার স্ত্রী মানার কোনও সমস্যা হবে না।


আথিয়া এবং রাহুল থাইল্যান্ডে নতুন বছর উদযাপনের জন্য যান। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দেন ফ্যাশন ডিজাইনার বিক্রম ফান্দিস। তিনি আথিয়ার একটি পোস্টে মন্তব্য করেন, তুমি নিশ্চই এখন খুব উচ্ছ্বসিত ? কেএলের  কাছে চলে যাও। কুয়ালালামপুর। বিক্রম ফান্দিসকে উত্তরে তিনি বলেন, তোমাকে ব্লক করার সময় এসে গিয়েছে। বিক্রম বলেন, আমি আম্পায়ারের কাছে অভিযোগ জানাব। তোমার উইকেট পড়ে গলে, বাড়ি ফিরে যেতে হবে।


 উল্লেখ্য, ২০১৫ সাল বলিউডে প্রবেশ করেন আথিয়া শেট্টি। নিখিল আডবাণী এবং সরোজ পাঞ্চোলির সঙ্গে অভিনয় করেন তিনি। মোতিচুর চাকনাচুরে শেষ দেখা যায় তাঁকে। ওই ছবিতে দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকি।