কলকাতা: এই প্রথম। এই প্রথম এক ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) ও বলিউড তারকা সলমন খান (Salman Khan)-কে। এই পরিকল্পনা দক্ষিণী পরিচালক অ্যাটলি (Atlee)-র। গত ২ বছর ধরে নাকি পরিকল্পনা করে চলেছেন তিনি এই ছবির।


এবার আর ক্যামিও নয়। একসময় বলা হত, যে ছবিতে একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খান, সেটাই হবে সবচেয়ে বড় ছবি। কিন্তু এবার তার থেকেও বড় ঘোষণা নিয়ে আসছেন অ্যাটলি। ক্যামিও নয়, কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করতে দেখা যাবে সলমন খান ও রজনীকান্তকে। 'পাঠান' (Pathaan) ছবিটির পর থেকেই চর্চায় রয়েছে,  ‘টাইগার ভার্সাস পাঠান’। একসঙ্গে এই দুই সুপারস্টারকে বড়পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। তবে এবার, সলমন ও রজনীকান্তের অনুরাগীদের জন্য রয়েছে নতুন চমক। 


'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলি নাকি পরিকল্পনা করছেন এমনই এক ছবির। সিনেমাটি হবে অ্যাকশনধর্মী, এমনটাই খবর। আগামী মাসে এই সিনেমা নিয়ে রজনীকান্ত ও সলমনের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসার কথা পরিচালকের। গত ২ বছর ধরে এই ছবির জন্য পরিকল্পনা করে আসছেন অ্যাটলি। সলমন ও রজনীকান্ত.. দুজনের সঙ্গেই সমানভাবে যোগাযোগ রয়েছে অ্যাটলির। তবে এই সিনেমাটি নিয়ে বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি। ছবিতে কোন নায়িকা থাকবেন, বা আদৌ কোনও নায়িকা থাকবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি অ্যাটলি। 


প্রসঙ্গত, এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (Ideas Of India)-তে এসে অ্যাটলি বলেছিলেন, তাঁর কেরিয়ারের প্রথমদিকে পরিচালক হওয়ার ইচ্ছাই ছিল না। তিনি নাচ শিখতেন। চেয়েছিলেন ডান্সার বা অভিনেতা হতে। ধীরে ধীরে নাচের স্কুলেই কোরিওগ্রাফি করার দায়িত্ব পান অ্যাটলি কুমার। আর সেখান থেকেই তাঁর মধ্যে তৈরি হয় পরিচালনার ইচ্ছে।


 






আরও পড়ুন: Sania Mirza: মহম্মদ শামির সঙ্গে বিবাহের জোর জল্পনার মাঝেই বলিউড তারকার সঙ্গে সানিয়া মির্জার ছবি ভাইরাল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।