কুণ্ডলীতে দারিদ্র যোগ: প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলীতে কিছু জন্মগত যোগ গঠিত হয়। এর মধ্যে কিছু যোগা ভালও আবার কিছু খারাপ। সেগুলিই কোনও ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। অশুভ যোগগুলির মধ্যে একটি হল দারিদ্র যোগ। 


জ্যোতিষশাস্ত্রে এটিকে অশুভ যোগ বলে বিবেচিত হয়। এটি গ্রহগুলির এমন একটি অবস্থান নির্দেশ করে যেখানে ব্যক্তিকে দারিদ্র্য, আর্থিক অসুবিধা এবং সম্পদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এই যোগের কারণে একজন ব্যক্তির সারা জীবন সংগ্রামে কাটে। জেনে নেওয়া যাক- কীভাবে এই যোগ তৈরি হয় এবং তা দূর করার কী কী উপায় রয়েছে? 



কীভাবে জন্মকুণ্ডলীতে দারিদ্র যোগ তৈরি হয়? 


জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও শুভ গ্রহ কোনও অশুভ গ্রহের সংস্পর্শে এলে কুণ্ডলীতে দারিদ্র যোগ তৈরি হয়। দেব গুরু বৃহস্পতি ষষ্ঠ থেকে দ্বাদশ ঘরে অবস্থান করলেও কুণ্ডলীতে দারিদ্র যোগ তৈরি হয়। এছাড়া কুণ্ডলীর কেন্দ্রে যখন শুভ যোগ থাকে এবং ধনগৃহে অশুভ গ্রহ অবস্থান করে তখন দারিদ্র যোগ তৈরি হয়। কুণ্ডলীতে দারিদ্র যোগ থাকলে কিছু ব্যবস্থা গ্রহণ করলে এর প্রভাব এড়ানো যায়।


এই যোগ এড়ানোর উপায় আছে? 


যাদের কুণ্ডলীতে দারিদ্র যোগ রয়েছে তাদের সর্বদা পিতামাতা এবং স্ত্রীকে সম্মান করা উচিত। দারিদ্র যোগের ক্ষেত্রে একজন ব্যক্তির গজেন্দ্র মোক্ষ পাঠ করা উচিত। মধ্যমা আঙুলে তিনটি ধাতুর তৈরি আংটি বা হাতে তিনটি ধাতুর তৈরি চুড়ি পরলেও উপকার পাওয়া যাবে। দারিদ্র যোগ বিনষ্ট করতে গীতার ১১টি অধ্যায় পাঠ করা সর্বোত্তম বলে বিবেচিত হয়।


যখন দারিদ্র থাকে, তখন দান-খয়রাত করা উচিত এবং বিশেষ করে গরীব-দুঃখীদের সাহায্য করা উচিত। এই লোকদের ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর পূজা করা উচিত। মন্ত্র জপ এবং স্তোত্র পাঠ করা আপনার পক্ষে খুব ভাল হবে। যজ্ঞ বা আচার পালন করাও উপকারী।


আরও পড়ুন, শনির আগে বুধের গতিতে পরিবর্তন, এই রাশির জাতকদের পদে পদে বিপদ, আর্থিক ক্ষতিও


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


                       
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে