মুম্বই: মুক্তি পেল অভিনেতা জন আব্রাহামের আগামী ছবি 'অ্যাটাক'-এর (John Abraham Starrer Attack) টিজার। লক্ষ্য রাজ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করেন জন আব্রাহাম। নিজের কু হ্যান্ডলে টিজার পোস্ট করেন ফিল্ম সমালোচক তরণ আদর্শও (Taran Adarsh)।


ক্যাপশনে তরণ আদর্শ লেখেন, 'লঞ্চ হল "অ্যাটাক" ছবির টিজার... টিম 'অ্যাটাক'-এ আছেন জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত।'


 







জন আব্রাহাম এদিন ক্যাপশনে লেখেন, 'ভারতের প্রথম সুপার-সোলজার ছবির জন্য তৈরি থাকুন। প্রকাশ্যে টিজার। ছবি মুক্তি পাচ্ছে ২৮ জানুয়ারি।'


আরও পড়ুন: Jacqueline Fernandez: আর্থিক তছরূপের মামলায় নাম জড়ানোর মধ্যেই ফের খবরে জ্যাকলিন


অন্যদিকে জন আব্রাহামের ৪৯ তম জন্মদিনের আগে আচমকাই ইনস্টাগ্রাম থেকে মুছে গেল সমস্ত ছবি ও ভিডিও ।'সত্যমেব জয়তে ২'-এর তারকার এহেন আচরণে তাজ্জব ফ্যানেরা। জানা গেল, হ্যাক হয়েছে জনের ইনস্টা অ্যাকাউন্ট। তবে এসব মোটেও কাকতালীয় নয়। জন আব্রাহাম নাকি ইচ্ছাকৃতই নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট মুছে ফেলেছেন। নেটিজেনদের বোকা বানাতেই ইনস্টা ডিসপ্লে খালি করে দিয়েছেন 'বাটলা হাউস' অভিনেতা।      


তবে পোস্ট মুছে গেলেও ইনস্টাগ্রামের রিল কিন্তু দিব্যি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের একটা বড় অংশ জনের ফ্যান। যদিও তাদের কাছে ইনস্টা ছবি ডিলিট করার কোনও ব্যাখ্যা দেননি অভিনেতা। অথচ তার টুইটার অ্যাকাউন্টের সমস্ত পোস্ট রয়েছে। এতে প্রশ্ন উঠছে, আচমকাই এমন পদক্ষেপ কেন করলেন তিনি? এই প্রশ্নের উত্তর পাননি তার ৯০ লক্ষের বেশি ‘ফলোয়ার’।