নয়াদিল্লি: বক্স অফিসে শুরুটা কেমন করবে 'অবতার ২' (Avatar 2), তা জানার আগ্রহ ছিল সকলের। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। প্রথম ছবি 'অবতার'-এর দুর্দান্ত সাফল্যের পর সিক্যুয়েল আসার ঘোষণার পরই সেই প্রত্যাশা টের পাওয়া যায় নেট দুনিয়ায়। আর প্রত্যাশার প্রভাব দেখা গেল বক্স অফিস কালেকশনে। ভারতে প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'অবতার ২'?
'অবতার ২'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত হল?
ভারতের বাজারেও যে 'অবতার ২' দুর্দান্ত ব্যবসা করবে, তার একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। অগ্রিম বুকিংয়ের থেকেই কত টাকার ব্য়বসা করতে পারে এই ছবি প্রথম দিন, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। অবশেষে তা সামনে এল। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভারতের বাজারে 'অবতার ২' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, ভারতে প্রথমদিন এই ছবি ব্যবসা করল ৪১ কোটি টাকার। শুধু তাই নয়, চলতি বছর ভারতে মুক্তি পাওয়া দ্বিতীয় হলিউড ছবি 'অবতার ২', যা সবথেকে বেশি ব্যবসা করল প্রথমদিন।
আরও পড়ুন - Govinda Naam Mera Twitter Review: কেমন হল 'গোবিন্দা নাম মেরা'? কী প্রতিক্রিয়া নেটজেনদের?