নয়াদিল্লি: ২০০৯ সালে মুক্তি পাওয়া 'অবতার' (Avatar) ছবিটি গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত যত ছবি তৈরি হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি খরচ হয়েছে 'অবতার' ছবিটি তৈরি করতে গিয়ে। দীর্ঘ ১৩ বছর পর আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। জানা গিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে 'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' (Avatar The Way f Water) ছবিটি। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করা এই ছবির পরবর্তী অধ্যায় চাক্ষুস করার অপেক্ষায় দর্শকেরা। জানা গিয়েছে, একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। যা দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেট নাগরিকরা। আগামী ১৬ ডিসেম্বর ছবি মুক্তি। তার আগে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে এই ছবির অগ্রিম বুকিং। মাত্র ৩ দিনেই কত টিকিট বিক্রি হয়েছে জানেন?


'অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির কত টিকিট অগ্রিম বুকিং হল?


ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লম ভাষায় মুক্তি পাবে 'অবতার - দ্য ওয়ে অফ ওয়াটার।' ছবি মুক্তি পেতে এখনও বাকি ৩ সপ্তাহ। কিন্তু অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র ৩ দিনেই এই ছবির ১৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিস কালেকশনে কতখানি ঝড় উঠতে চলেছে। 



আরও পড়ুন - Bhediya Box Office Collection: 'দৃশ্যম ২'-এর সঙ্গে জোর টক্কর, প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'ভেড়িয়া'?


প্রসঙ্গত, একটা ছবি তৈরিকে কেন্দ্র করে অনেক মানুষ জড়িয়ে থাকেন। অভিনেতা অভিনেত্রীদের থেকে পরিচালক, প্রযোজক কিংবা ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষেরই শেষ পর্যন্ত নজর থাকে বক্স অফিস কালেকশনে। সম্প্রতি এক সাক্ষাতকারে 'অবতার' পরিচালক জেমস ক্যামেরন (James Cameron) ছবির বক্স অফিস কালেকশন নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, 'মার্কেটই সবটা পরিস্কার করে দেবে। আমরা গত কিছু মাস ধরে কী করেছি, আর এগোবো কিনা, সবটাই নির্ভর করবে বক্স অফিস কালেকশন বা ছবির ব্যবসার উপর। যদি 'অবতার - দ্য ওয়ে অফ ওয়াটার' ব্যর্থ হয়, তাহলে এর সিক্যুয়েল আর তৈরি হবে না। ছবির ব্যবসার উপরই এর পরবর্তী পদক্ষেপ নির্ভব করছে।'