কলকাতা: শ্যুটিংয়ের দেড় বছর পর অপেক্ষার অবসান। মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। রঙিন ছবির ভিড়ে অপুর নস্ট্যালজিয়া মাখা সাদা-কালো আবেদন আলাদা করে নজর ও মন দুই কাড়ছে দর্শকের। এই ছবিতে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্রদের (Shreelekha Mitra) মতো পরিচিত মুখেরা এই ছবিতে ধরা দেবেন একেবারে অপরিচিত বেশে। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক শুভ্রজিৎ, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, মধুর ভাণ্ডারকর সহ 'অভিযাত্রীক' ছবির সমস্ত কলাকুশলীরা। সকলের চোখে মুখেই খুশির ছাপ। তারকাদ্যুতিতে ঝলমলে 'অভিযাত্রিক'-এর প্রিমিয়ার, হাজির ছিলেন টলিউডের অন্যান্য তারকারাও। ছবি দেখে উচ্ছ্বসিত সকলেই।


প্রিমিয়ারে হাজির ছিলেন অর্জুন চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। পর্দার অপু ওরফে অর্জুন বলছেন, 'অবশেষে ঘরে ফিরছে অপু-কাজলের গল্প। আশা করব সবার ছবিটা ভালো লাগবে। প্রশংসা এবং সমালোচনা দুইই গ্রহণ করতে রাজি আমি। খুব ভালো লাগছে এতদিন পর মানুষ সাহস করে হলে ফিরছেন।'


Athiya Shetty Update: 'আমি সবসময় তোমার পাশে আছি', ভাই অহনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট আথিয়া শেট্টির


লীলার চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। অভিনেত্রী বলছেন, 'লীলার চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় রয়েছে। লীলা অপুর জীবনের প্রথম প্রেম। কিন্তু এই চিত্রনাট্য হাতে পাওয়ার আগে এই চরিত্রটা সম্পর্কে আমি অবগতই ছিলাম না। আমার মনে হয় আমার মত অনেক বাঙালিই লীলার চরিত্রটা জানে না। সত্যজিৎ রায়ের ছবি দেখে অপুর জীবনের অন্যান্য চরিত্রকে নিয়ে আমরা জানতে পারলেও লীলাকে নিয়ে আমরা জানতে পারি না। বাঙালি হিসেবে আমাদের উচিত বাংলা ছবির পাশে থাকা। এই ছবিটা একটা ফিচার ফিল্ম নয়, এটা এপিক।'


ছবিতে রানুদির চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। প্রিমিয়ারে এসে অভিনেত্রী বললেন, 'দুবছর পর অভিযাত্রিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভাগ্যিস এটা ওটিটিতে মুক্তি পাচ্ছে না। কিছু ছবি বড়পর্দায় দেখাটাই উচিত। অভিযাত্রীক তাদের মধ্যে একটা। ২ বছর বাক্সবন্দি থাকার পর অভিযাত্রিক আমাদের সবাইকে নিয়ে নিঃশ্বাস নিচ্ছে। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি' বা 'অপুর সংসার'-এর সঙ্গে তুলনা করবেন না। এটাকে একটা আলাদা কাজ হিসেবে দেখুন।'


অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রও। বলছেন, 'সবাই  অভিযাত্রিকে আশীর্বাদ করবেন। টিকিট কেটে হলে গিয়ে বাংলা ছবি দেখার অভ্যাস ফিরিয়ে আনুন।'