মুম্বই: বলিউডে দেখতে দেখতে ১০টা বছর কাটিয়ে ফেললেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। বরাবরই ছক ভাঙা ছবিতে অভিনয় করতে পছন্দ করেন। কখনও তাঁকে দেখা গিয়েছে 'ভিকি ডোনর' ছবিতে। কখনও বা 'দম লাগা কে হ্যায়সা' ছবিতে। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার মধ্যেই আনন্দ অনুভব করেন আয়ুষ্মান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
আয়ুষ্মান খুরানারে শেষ বার পর্দায় দেখা গিয়েছে 'চণ্ডীগড় করে আশিকি' ছবিতে। এই ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কপূর। বাণী কপূরের বিপরীতে এই ছবিতে আয়ুষ্মান খুরানার অভিনয় প্রশংসিত হয় বলিউডের অন্দর থেকে বাইরে। একদিকে যখন অনুরাগী থেকে সমালোচক আয়ুষ্মানের প্রশংসায় পঞ্চমুখ। তখন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন 'চণ্ডীগড় করে আশিকি' ছবিটি দেখে আয়ুষ্মানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা আমার কাছে চ্যালেঞ্জের মতো। ছক ভাঙা চরিত্রে আমি বরাবরাই অভিনয় করতে পছন্দ করি। এছাড়াও সমাজের বিভিন্ন সংস্কারকে আমরা ছবির মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরতে চাই। যেহেতু আমাদের সমাজের মানুষের উপর সিনেমার একটা বড় প্রভাব রয়েছে, তাই ছবির মাধ্যমেই সেই সমস্ত প্রসঙ্গে নানা বার্তা দিতে চাই।'
আরও পড়ুন - Dhanush Aishwaryaa Spilt: ঐশ্বর্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে বিস্ফোরক ধনুশের বাবা
প্রথম ছবি 'ভিকি ডোনর' থেকে বিষয় ভিত্তিক ছবিতে অভিনয় করা পছন্দ আয়ুষ্মান খুরানার। ঝুঁকিপূর্ণ চরিত্র নিজের জন্য বেছে নিতে পছন্দ করেন। এক পুরনো সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, 'কোনও ছবির স্ক্রিপ্ট পরে যদি আমার মনে হয় যে, এই চরিত্রটা করা বেশ কঠিন, সেটাই আমার কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে। আমি আমার অভিনয় কেরিয়ার শুরুই করেছি একটা অত্যন্ত কঠিন বিষয় দিয়ে। আমি সবসময়ই ঝুঁকি নিতে পছন্দ করি। আর এমন সমস্ত বিষয় খুঁজে পাওয়াও আজকের দিনে বেশ কঠিন। যে সমস্ত পরিচালক প্রযোজকরা এমন ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন, আমার তাঁদের সঙ্গে কাজ করতে ভালো লাগে।'