কলকাতা: ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ( Ayushmann Khurrana) ও অনন্য়া পান্ডের (Ananya Pandey) ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই ছবি সেন্সর বোর্ডের U/A সার্টিফিটেক পেয়েছিল। সিনেপ্রেমীরা জানেন ছবির প্রচার কাজে নতুন নতুন পন্থাও নিয়েছিল টিম 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। বক্সঅফিসেও তুমুল সাফল্য় পেয়েছে এই ছবি। বিশ্বব্য়াপী ১০০ কোটির বেশি টাকা আয় করেছে এই ছবি।


আর এবার জানা যাচ্ছে, ছবির সাফল্য় ভক্তদের সঙ্গে উদযাপন করতে চলেছেন আয়ুষ্মান খুরানা। আগামী ১১ সেপ্টেম্বর মুম্বইতে নিজের অনুরাগীদের সঙ্গে 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)-এর সাফল্য় সেলিব্রেট করবেন অভিনেতা।


আরও পড়ুন...


নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির


প্রসঙ্গত, এই ছবি প্রসঙ্গে আয়ুষ্মান জানিয়েছিলেন, ব্য়ক্তিগত জীবনেও সমস্য়া এড়াতে গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল তাঁকে। অভিনেতা  জানান, ' অতীত জীবনে রেডিও জকি এবং থিয়েটারে  কাজের অভিজ্ঞতা আমাকে সত্যিই খুব সাহায্য করেছে এই ছবির জন্য়। আমি যখন রেডিও স্টেশনে কাজ করতাম তখন একজন মহিলা হিসাবে আমি প্র্যাঙ্ক কল করতাম। তাছাড়া, আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে ফোন করতাম মহিলা কণ্ঠেই কথা বলতাম। একবার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলেন তখন তাঁর বাবা ল্যান্ডলাইনটি তুলে নেন, সেইসময় আমায় মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল।' 


উল্লেখ্য়, ছবির ট্রেলারেই আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana) নতুন করে চমকে দিয়েছিলেন দর্শককে। লেহঙ্গা-চোলি থেকে শুরু করে সালোয়ার কামিজ... আয়ুষ্মানে মজে গিয়েছিল পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে গল্পের কিছুটা আঁচও পাওয়া গিয়েছিল। আয়ুষ্মানের প্রেমিকা অনন্যা। তাঁর বাবার শর্ত, বিয়ের জন্য বেশ কিছু অর্থ উপার্জন করতে হবে আয়ুষ্মানকে। নারীকন্ঠ নকল করে অনেক সময় অনেক মজা বা টুকটাক প্রয়োজন মিটিয়েছিলেন আয়ুষ্মান, তবে এবার তাঁকে অর্থ উপার্জনের ভূমিকায় হিসেবে বেছে নিতে হয় সেই নারীচরিত্রকেই। বিভিন্ন জায়গায় নারীর বেশে পারফর্ম করতে শুরু করেন আয়ুষ্মান। 


আয়ুষ্মান খুরানার  সঙ্গে এই ছবিতে দেখা গেছে অনন্যা পাণ্ডে (Ananya Panday), পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial