নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' বক্স অফিসে (Jawan Box Office Collection) জোর কদমে ছুটছে। প্রথম দিনে দুর্দান্ত ব্যবসার পর বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার খানিক কমে ব্যবসার পরিমাণ। তবে শনিবার ফের ঝড় বক্স অফিসে। দেশের প্রেক্ষাগৃহে এই ছবির আয় ইতিমধ্যেই ছাড়িয়েছে ২০০ কোটির গণ্ডি। শনিবার কত আয় হল?


কত আয় করল শাহরুখের 'জওয়ান'?


ট্রেড অ্যানালিস্টদের মতে, শনিবার অ্যাটলি পরিচালিত অ্যাকশন ফিল্ম হিন্দিতে আয় করেছে ৬৮ কোটির ওপরে। অন্যদিকে, বিশ্বের দরবারেও অব্যাহত 'জওয়ান' ঝড়। মোট আয়ের পরিমাণ ২৪০.৪৭ কোটি। শুক্রবারের আয়ের পরিমাণ ১০৯.২৪ কোটি টাকা। 


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'সুনামি, হারিকেন, টাইফুন... জওয়ান ছবি বক্স অফিসের দৈত্য, তৃতীয় দিনে (শনিবার) বাঁধ ভাঙা ব্যবসা... ইতিহাস তৈরি করল ছবি, সর্বোচ্চ তিন দিনের ব্যবসা (হিন্দি ভাষায়)... এখনও চতুর্থ দিন (রবিবার) বাকি, পিকচার অভি বাকি হ্যায়... বৃহস্পতিবার ৬৫.৫০ কোটি, শুক্রবার ৪৬.২৩ কোটি, শনিবার ৬৮.৭২ কোটি। মোট ১৮০.৪৫ কোটি।' উল্লেখ্য, এই হিসেব কেবলমাত্র ছবির হিন্দি ভাষার আয়ের। 


শাহরুখের চলতি বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান', মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি, বুধবার, যা একইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের আবহেও ছিল। তা সত্ত্বেও 'জওয়ান' এগিয়ে গেছে। বুধবার মুক্তি পাওয়া 'পাঠান' প্রথম তিন দিনে ১৬১ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে 'জওয়ান' প্রথম তিন দিনে ১৮০.৪৫ কোটি টাকা আয় করেছে। নিজেই নিজের রেকর্ড ভাঙছেন কিং খান। 


 






'জওয়ান' ছবির তামিল ও তেলুগু সংস্করণ বৃহস্পতিবার ৯.৫০ কোটি টাকা আয় করে, শুক্রবার সেই আয় নামে ৭ কোটিতে। শনিবার ফের আয় দাঁড়ায় ৯.১১ কোটি টাকায়। অর্থাৎ প্রথম দিনে মোট আয়ের পরিমাণ ২৫.৬১ কোটি টাকা। 


আরও পড়ুন: Mahalaya: ছোটপর্দার 'জগদ্ধাত্রী'-এবার মহিষাসুরমর্দিনী, পার্বতী হবেন দিতিপ্রিয়া


অ্যাটলি পরিচালিত, শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান' শুধু অনুরাগীদেরই নয়, একাধিক সমালোচকেরও প্রশংসা পেয়ে চলেছে। 'জিরো'র ব্যর্থতার পর অনেকেই বলেছিলেন শাহরুখ খানের 'সময় শেষ'। তবে ২০২৩ সালে যেন তাঁর হাত ধরেই লক্ষ্মীলাভ হচ্ছে বলিউডের। বছরের প্রথম মাসে 'পাঠান', তার ৭-৮ মাসের মাথায় 'জওয়ান', নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন কিং খান। এখন প্রায় সকলেই এক বাক্যে মেনে নিচ্ছেন যে শাহরুখ খান আক্ষরিক অর্থেই বলিউডের 'বাদশাহ'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial