মুম্বই: ১৬ বছরের মেয়েটি সিনেমা করে চক্ষুশূল হয়েছে মুসলিম মৌলবাদীদের। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছে জায়রা ওয়াসিম। সেই ক্ষমা চাওয়া নিয়ে হইচই শুরু হওয়ায় তা ডিলিটও করে দিয়েছে সে। জায়রার পাশে এসে দাঁড়াল বলিউডের একাংশ। অনুপম খের থেকে জাভেদ আখতার, স্বরা ভাস্কর- ‘দঙ্গল’-এর কিশোরী গীতার সমর্থনে মুখ খুলেছেন অনেকে।

অনুপম খের টুইট করেছেন



জায়রার পাশে এসে দাঁড়িয়েছেন বর্ষীয়াণ সুরকার জাভেদ আখতার। আজাদির দাবিতে যারা হইচই করে, তারা কী করে অন্যের আজাদির অধিকার কেড়ে নিতে চায়, সে প্রশ্ন তুলেছেন তিনি।


জায়রাকে সমর্থন করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও।


কিন্তু এর মধ্যেই খামোখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে বিতর্ক ডেকে এনেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। টুইটারে বহু মানুষ অনুরাগকে প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় মেরিল স্ট্রিপের উচ্ছ্বসিত প্রশংসা করা অনুরাগ কেন এত বড় ইস্যুতে জায়রার পাশে দাঁড়াচ্ছেন না। জবাবে অনুরাগের টুইট



অনুরাগের এই বাঁকা মন্তব্য টুইটার জনতা ভালভাবে নেয়নি। শুরু হয় সমালোচনার ঝড়।