মুম্বই: টাইগার শ্রফ ও দিশা পটানির সম্পর্কে কি জটিলতা তৈরি হয়েছে? বলিউড সূত্রে তেমনই খবর। শোনা যাচ্ছে, ‘বাগী ২’ ছবির প্রচারে টাইগার বেশি গুরুত্ব পাওয়ায় অখুশি দিশা। তাছাড়া তাঁর নাচের প্রশিক্ষণ থাকা সত্ত্বেও, এই ছবিতে একক নাচের একটিও দৃশ্য না থাকাতেও অসন্তুষ্ট দিশা। এই ছবির প্রচারের সময় তাঁদের ঝগড়াও হয়েছে।
শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘বাগী ২’। এই ছবির ট্রেলার দেখে ইঙ্গিত মিলেছে, ছবিটিতে টাইগারই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন। এই ছবির নির্মাতারা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টাইগার যথেষ্ট কঠিন অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন।
এই অ্যাকশন দৃশ্যের বিষয়ে টাইগার বলেছেন, ‘আমার চরিত্রের প্রয়োজনে পেশিবহুল চেহারা দরকার ছিল। আমাকে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট ও অস্ত্রচালনা শিখতে হয়েছে। আমি একাধিক কর্মশালায় যোগ দিয়েছি, জিমন্যাস্টিকের প্রশিক্ষণ নিয়েছি এবং অস্ত্রচালনার প্রশিক্ষণও নিয়েছি। আমাদের দলের সবাই সাহায্য করেছে। লড়াই ও লাফানোর দৃশ্যে অভিনয় করা খুব কঠিন ছিল। চড়া রোদে শ্যুটিং হত। রোদ কমে গেলেই শ্যুটিং থামিয়ে দেওয়া হত। আবার রোদ উঠলে আমি শরীর গরম করে নিয়ে শ্যুটিং করতাম। এটাই আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং শ্যুটিং ছিল।’
‘বাগী ২’ছবিতে টাইগার বেশি প্রচার পাওয়ায় অখুশি দিশা?
Web Desk, ABP Ananda
Updated at:
28 Mar 2018 04:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -