নয়াদিল্লি: ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রভাব ফেলছে বিনোদন দুনিয়াতেও। এরই মধ্যে সংক্রমিত হয়েছেন একাধিক সিনে তারকা। কেউ মৃদু উপসর্গ নিয়ে সেরে উঠছেন তো কেউ অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হচ্ছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন তেলুগু অভিনেতা সত্যরাজ। তাঁকে অবশ্য গোটা দেশের দর্শক 'কাটাপ্পা' (Katappa) নামেই বেশি চেনে। এস এস রাজামৌলির (SS Rajamouli) বিখ্যাত ছবি 'বাহুবলী'-র (Baahubali) অভিনেতা আপাতত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর অনুযায়ী, অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন অভিনেতা। একাধিক প্রতিবেদন অনুযায়ী অভিনেতার উপসর্গ গুরুতর হওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর স্বাস্থ্যের অবস্থা আপাতত কীরকম সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি।
আরও পড়ুন: 'Tiger 3' Update: করোনার থাবা, শ্যুটিং স্থগিত সলমন-ক্যাটরিনার বহু প্রতীক্ষিত 'টাইগার ৩' ছবির
যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। ইতিমধ্যেই বহু বলিউড তারকা করোনা সংক্রমিত হয়েছেন। গতকালই জানা গিয়েছে যে, করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ (Arijit Singh)। খবর পাওয়া গিয়েছে যে, করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। বর্ষীয়ান অভিনেত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন 'ইয়ামলা পাগলা দিওয়ানা' অভিনেত্রী নাফিসা আলি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি শেয়ার করে বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, 'আন্দাজ করুন আমি কী পেয়েছি। সাত নম্বরের লাকি বেড। মারাত্মক জ্বর এবং গলার বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু তারমধ্যেও গোয়ায় আমার অসাধারণ টিম খুব ভালো কাজ করছে। আশা করছি আর কয়েকদিনের মধ্যেই বাড়ি যাওয়ার অনুমতি পাব। যাতে নিজেকে সেখানে আইসোলেশনে রাখতে পারি।' সঙ্গে হ্যাশট্যাগে কোভিড পজেটিভ লিখেছেন অভিনেত্রী।