নয়াদিল্লি: ৭ জানুয়ারি, বলিউড অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) ৫৬তম জন্মবার্ষিকী ছিল। এই বিশেষ দিনে একগুচ্ছ পুরনো ছবি পোস্ট করে বাবাকে স্মরণ করলেন তাঁর ছেলে, অভিনেতা বাবিল খান (Babil Khan)। সঙ্গে লিখলেন আবেগঘন বার্তা। 


বাবার জন্মদিনে আবেগঘন বাবিল


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছোটবেলার ছবি পোস্ট করেন বাবিল খান। বাবা ইরফান খানে সঙ্গে ক্যামেরাবন্দি খুদে বয়সের বাবিল। ক্যাপশনে লেখেন, 'প্রশ্নরা আমাকে রাতে জাগিয়ে রাখে। এমন প্রশ্ন যা আমি তখন জিজ্ঞেস করিনি, যা এখন আর জিজ্ঞেস করতেও পারব না। আমার জিজ্ঞাসা নিজে নিজেই মিটিয়ে ফেলার জন্য রয়ে গেল, ঠিক আছে, তার পথ আমি বের করে নেব। তোমার হাসিটা খুব মিস করি যদিও, মনে হয় না সেটার কোনও উত্তর পাব বলে। এমন দিনের স্মরণে, যেদিন তুমি এখানে এসেছিল।' সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবিল খান জানিয়েছিলেন বাবা মারা যাওয়ার পর তিনি কীভাবে নিজেকে সামলেছিলেন। অভিনেতা জানান, প্রায় দেড় মাস তিনি নিজেকে সবকিছুর থেকে আলাদা করে ফেলেছিলেন। 


 






প্রসঙ্গত, সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'কলা'। সেই ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখলেন বাবিল খান। ছবিতে তাঁর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘক্ষণের 'স্ক্রিন প্রেজেন্স' ছিল না। তবে সমালোচকদের প্রশংসা পেয়েছেন তিনি। 


অন্যদিকে, ৭ জানুয়ারি, ইরফান খানের জন্মবার্ষিকী। ১৯৮৮ সালে 'সেলাম বম্বে' ছবির হাত ধরে অভিনয়-যাত্রা শুরু। তিন দশক ব্যাপী তাঁর কেরিয়াকে একাধিক কালজয়ী পারফর্ম্যান্স উপহার দিয়েছেন তিনি। 


আরও পড়ুন: Irrfan Khan Birth Anniversary: 'দ্য লাঞ্চবক্স' থেকে 'পান সিংহ তোমর', কিংবদন্তি ইরফান খানের স্মরণীয় কিছু কাজ