কলকাতা: রোদমাখা সবুজ ঘাসের ওপর আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে 'বার্থ ডে বয়'। তার সৌজন্যেই আর সেজে উঠেছে আলিপুর চিড়িয়াখানা। আজ ৩২ বছরে পা রাখল বাবু। চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় শিম্পান্জি। আর তার খাঁচার সামনে মানুষের ভিড়। তারকাদ্যুতিও। হাজির হয়েছিলেন সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, মীর আফসর আলি (Mir Afsar Ali) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।                                                                                                                                                                         


সোশ্যাল মিডিয়ায় বাবুর কীর্তিকলাপের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন মীর। সেখানে দেখা যাচ্ছে, বাবুর খাঁচায় সাজিয়ে দেওয়া হয়েছে রকমারি ফল। আর বাবু? সে তো চিরকালই মানুষজন ভালবাসে। খাঁচার বাইরে মানুষের ঢল দেখে সে আনন্দে লাফাচ্ছে, তখনও আবার দর্শকদের দিকে ছুঁড়ে দিচ্ছে তরমুজ বা অন্যান্য ফল।                                                                                                               


আরও পড়ুন: Jacqueline Fernandez: 'জ্যাকলিন নির্দোষ, নিজের সম্মানের জন্য উনি লড়বেন', দাবি আইনজীবীর


এখানেই উৎসব উদযাপনের শেষ হল না। চিড়িয়াখানায় কাটা হল কেক। বাবু মুখোশ পরে হাজির একাধিক। কেক কেটে তাদের খাইয়ে দেন মীর। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পশু দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন স্বস্তিকা।                                       


চলতি বছরেই বাবুকে দত্তক নিয়েছেন নাট্যশিল্পী অভিনেত্রী সোহিনী সরকার ও সপ্তর্ষী মৌলিক। আজ বাবুর জন্মদিনে হাজির ছিলেন তাঁরাও। বাবুর কীর্তিকলাপ দেখে হাততালি দিয়ে উচ্ছাস সোহিনীর। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলেন মীর।