সিডনি: প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারত। কাল, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সামনে নেদারল্যান্ডস (Ind vs Netherlands)। প্রতিপক্ষ হিসাবে যাদের দুর্বল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেরা একাদশকেই মাঠে নামাতে চায় ভারত। কোনও ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না রোহিত শর্মারা। যা সাফ জানিয়ে দিলেন দলের বোলিং কোচ পারস মামব্রে।


ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পারসকে প্রশ্ন করা হয়েছিল, ডাচদের বিরুদ্ধে কি হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হবে? পারস বলেছেন, 'হার্দিক সব ম্যাচে খেলতে চায়। সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা কাকে বিশ্রাম দেব সেসব নিয়ে ভাবছি না। কোনও ক্রিকেটারকে নিয়েই এরকম কোনও ভাবনা নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলে দারুণ ভারসাম্য যোগ করে ও। বল ও ব্যাট, দুটোই করছে। তাছাড়া মাঠে ওর মনোভাবও দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। হ্যাঁ এটা ঠিকই যে বিরাট ম্যাচটা শেষ করেছিল। তবে এটা অনস্বীকার্য যে, ম্যাচটাকে যত টেনে নেওয়া যাবে প্রতিপক্ষ চাপে থাকবে। আর তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। তাই বিরাটের সাফল্যের নেপথ্যে হার্দিকেরও কৃতিত্ব প্রাপ্য়। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্রাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'


 




হার্দিক থাকায় কি একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ বাড়ছে? ভারতের বোলিং কোচ বলছেন, 'সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন পরিস্থিতিতে আমরা খেলছি তার ওপর। এটা সত্যিই ভাল যে, চার ওভার বোলিং করার বিকল্প দিচ্ছে হার্দিক। আর সেটাই আমরা চাই। ও দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আমাদের জন্য ও ভীষণ কার্যকরী। ও উইকেট তুলছে আর সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবু বলব, একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হবে কি না বা অন্য কম্বিনেশন খেলিয়ে দেখা হবে কি না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পরিস্থিতির ওপর।'


আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের