নয়াদিল্লি: বলিউডে সাময়িকভাবে পাকিস্তানের শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, ‘একজন শিল্পী হিসেবে আমি মনে করি, শিল্পের কোনও সীমান্ত থাকতে পারে না। কিন্তু তারপরেও আমার মনে হয়, সীমান্তে আমাদের সেনা জওয়ানদের মৃত্যু হচ্ছে। তাই ক্রিকেট ও গানের মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানো যাবে বলে যে আলঙ্কারিক কথা বলা হয়, সেটা আপাতত প্রযোজ্য হতে পারে না। আমরা পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল-এ খেলতে দিচ্ছি না। শক্তিশালী মাধ্যম বলিউডেরও এ বিষয়ে অবস্থান নেওয়া উচিত।’

‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে সলমন খান প্রভাব খাটিয়ে অরিজিৎ সিংহের গান বাদ দিয়ে পাকিস্তানের গায়ক রাহত ফতে আলি খানকে দিয়ে একই গান গাওয়ানোয় ক্ষোভপ্রকাশ করেন বাবুল। এই ছবির প্রযোজক বাসু ভগনানিকে সঙ্গে নিয়েই একটি সাংবাদিক বৈঠকে বাবুল বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এটা সরকারের অবস্থান নয়।

বাসু বলেছেন, ‘৮-৯ মাস আগে রাহত ফতে আলি খান ইশতেহার গানটি গেয়েছিলেন। ছবিটি এই শুক্রবার মুক্তি পেতে চলেছে। তাই এখন গানটি বাদ দেওয়া সম্ভব নয়। আমাদের কাছে দেশ ও সেনা জওয়ানরা সবার আগে। তাই চাই গানটি বাদ দেওয়া হোক। কিন্তু এখন কিছু করার নেই।’