মুম্বই: সেন্সর বোর্ডকে নিয়ে ইদানিংকালে বেশিরভাগ ছবি নির্মাতাই ক্ষুব্ধ। কারণ, ছবিতে একটুও যৌন সুড়সুড়ি মূলক দৃশ্য, উত্তেজক কথা, ধূমপানের দৃশ্য থাকলেই, কাঁচি চালানোর নির্দেশ দেয় সিবিএফসি। এবার সেন্সর কোপের নবতম সংযোজনের নাম 'বাবুমশাই বন্দুকবাজ'। ছবিটির ৪৮টি দৃশ্য ছাঁটায়ের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। নয়া এই ফরমানের জেরে ক্ষুব্ধ ছবির নির্মাতারা।
ছবির অন্যতম সহ-প্রযোজক কিরণ শ্রফ অভিযোগ তুলেছেন, ছবিটি নিয়ে যখন আলোচনা করছিলেন সিবিএফসি সদস্যরা, তখন তাঁরা তাঁর সম্পর্কে কটূক্তি পর্যন্ত করেছেন। ছবিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দীন সিদ্দিকি এবং বিদিতা। সহকারী প্রযোজকের অভিযোগ, ছবিতে যতগুলো দৃশ্য ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে সেন্সর বোর্ড সদস্যদের লোককে অকারণে বিপদে ফেলার অভ্যাস রয়েছে। ছবির পরিচালক পহেলাজ নিহালানির সঙ্গেও দেখা করেছিলেন। সিবিএফসি প্রধান তখন তাঁকে বলেন, তিনি ভাগ্যবান যে ছাঁটাই করেও তাঁর ছবি মুক্তির অনুমতি পেয়েছে। নিহালানির দাবি, এই ছবিতে অশ্লীল কথার ডিকশানারি খোলা হয়েছে। এধরনের প্রাপ্তবয়স্ক ছবি বাচ্চাদের দেখা থেকে ছবি নির্মাতারা কীভাবে আটকাবেন? জানতে চেয়েছেন নিহালানি। এদিকে ছবির পরিচালকের দাবি, ৪৮ দৃশ্য যদি ছাঁটাই করা হয়, তাহলে ছবিতে আর অবশিষ্ট কিছুই থাকবে না।
যেহেতু ছবিটা একটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে, তাই এধরনের ভাষার ব্যবহার এখানে প্রয়োজন ছিল। দৃশ্য ছাঁটাই হলে, ছবির আসল ফ্লেভরটাই শেষ হয়ে যাবে বলেও দাবি করেছেন কিরণ শ্রফ।
এদিকে সিবিএফসির ওপর রেগে গিয়ে, আইএফটিডিএ-কে অভিযোগ জানিয়েছেন 'বাবুমশাই বন্দুকবাজে'র নির্মাতারা। তাঁরা কিরনের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তারও কড়া ভাষায় নিন্দা করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে সিবিএফসির দুই সদস্য, যাঁরা কিরণ শ্রফকে হেনস্থা করেছিলেন, তাঁদের সাসপেন্ড করার আর্জিও জানানো হয়েছে। এই পুরো বিষয় সম্পর্কে নিহালানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এবার সিবিএফসি-র কোপে 'বাবুমশাই বন্দুকবাজ', ৪৮টি দৃশ্য ছাঁটতে হবে, ক্ষুব্ধ ছবি নির্মাতারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2017 01:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -