মুম্বই: গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ইন্ডিয়া ২০১৬-র মঞ্চে লিঙ্গ সমতা নিয়ে প্রচার করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। লিঙ্গ বৈষম্যের কারণ কী, কেন সমাজে এই সমস্যা তৈরি হচ্ছে এসব-ই উঠে আসে তাঁর বক্তব্যে। উল্লেখ্য, বিগ বি-র সাম্প্রতিক ছবি 'পিঙ্ক'-এর বিষয়বস্তুও লিঙ্গ-সমতা।

মঞ্চে আবৃত্তি পাঠ করেন অমিতাভ। এরপর ব্যারিটন গলায় গায় গেয়ে শোনান দর্শকদের।

প্রসঙ্গত, বান্দ্রার কুরলা কমপ্লেক্সে এমএমআরডিও গ্রাউন্ডে আয়োজিত গ্লোবাল সিটিজেন ইন্ডিয়া মুভমেন্টে আলোকপাত করা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন, জল, স্বাস্থ্য, লিঙ্গ-সমতা প্রভৃতি বিষয়গুলি। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফ, এ আর রহমান, সোনম কপূর, মোনালি ঠাকুর প্রমুখ তারকা।