নয়াদিল্লি: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তথা ‘বাহুবলী’ খ্যাত অনুষ্কা শেট্টি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন? চলতি বছরের মধ্যেই তিনি বিয়ে করছেন বলে খবর। পাত্রও নাকি স্থির হয়ে গিয়েছে। তিনি চলচ্চিত্র পরিচালক প্রকাশ কোভেলামুডি।
‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের বিপরীত দেবসেনার চরিত্রে তাঁর অভিনয় অনুরাগীদের মন জয় করে নিয়েছিল। এরপর থেকে রিল লাইফের মতো রিয়েল লাইফেও প্রভাসের সঙ্গে বিয়ের জল্পনা দীর্ঘদিন ধরেই শোনা গিয়েছিল।
সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্কা বিশিষ্ট পরিচালক রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুষ্কা বা প্রকাশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, প্রকাশ ২০০৪-এ তেলগু ফিল্ম ‘বোম্মালতা’-র মাধ্যমে পরিচালনার কাজ শুরু করেছিলেন। ২০১৫-তে তিনি তার তেলগু-তামিল কমেডি ‘সাইজ জিরো’-তে অনুষ্কার সঙ্গে কাজ করেছিলেন। জল্পনা, এই সিনেমার পরই দুজনের সম্পর্ক শুরু হয়। এরপর তাঁদের দুজনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে।
অনুষ্কার আগামী সিনেমা ‘নিশব্দম’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় তাঁর বিপরীতে কাজ করেছেন আর মাধবন। এছাড়াও অঞ্জলি, শালিনী পান্ডে ও হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসনও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
এক পরিচালককে বিয়ে করছেন ‘বাহুবলী’ খ্যাত অনুষ্কা শেট্টি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2020 09:14 PM (IST)
ক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তথা ‘বাহুবলী’ খ্যাত অনুষ্কা শেট্টি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন? চলতি বছরের মধ্যেই তিনি বিয়ে করছেন বলে খবর। পাত্রও নাকি স্থির হয়ে গিয়েছে। তিনি চলচ্চিত্র পরিচালক প্রকাশ কোভেলামুডি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -