কলকাতা: পর্দায় তিনি প্রথম সারির অভিনেতা হলেও, তাঁর শিকড় থিয়েটারের মঞ্চ। আর তাই, নিজে যখন পরিচালনা করছেন, তখন সেই সমস্ত প্রস্তুতির মধ্যেও ছিল থিয়েটারের ছোঁয়া। গল্প বাছা থেকে শুরু করে চিত্রনাট্য পাঠ.. সবকিছুই থিয়েটারের ধাঁচে। বাদল সরকারের নাটককে পর্দায় তুলে আনছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। আর সেই গল্পেরই নায়িকার চরিত্রে রয়েছেন ছন্দা ওরফে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। এবিপি লাইভকে 'বল্লভপুরের রূপকথা'-র গল্প শোনালেন পর্দার ছন্দা।


অনির্বাণ ভট্টাচার্য্যের পরিচালিত প্রথম ছবিতে নায়িকার ভূমিকায় সুরঙ্গনা। অভিনেত্রী বলছেন, 'বল্লভপুরের রূপকথায় ছন্দার চরিত্রে সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নের মতো, সত্যিই যেন রূপকথা। আমি মানুষ অনির্বাণদা, অভিনেতা অনির্বাণদা, পরিচালক অনির্বাণদার ভীষণ বড় ভক্ত। ওর মত সমৃদ্ধ শিল্পীর সঙ্গে কাজ করা মানে সমৃদ্ধ হওয়া। শুনেছি, আমার আগে এই চরিত্রে অনেকেরই অডিশন নেওয়া হয়েছিল। তবে অনির্বাণদা ছন্দা চরিত্রটা নিয়ে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। যাঁরা বাদল সরকারের নাটক পড়েছেন, ছন্দা নিয়ে তাঁদের একটা প্রত্যাশা রয়েছে। মঞ্চে এর আগে একাধিকবার ছন্দাকে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন মানুষ। সেই চরিত্রের দায়িত্ব অনির্বাণদা আমায় দেওয়ায় সত্যিই ভীষণ অবাক আর খুশি হয়েছিলাম।' 


আরও পড়ুন: Madhumita Sarcar: প্রদীপের আলোয়, আকাশরঙা লেহঙ্গায় দীপাবলি উদযাপনে মধুমিতা


অন্যান্য পরিচালকের সঙ্গে কাজ আর অনির্বাণের সঙ্গে কাজ করার কোনও পার্থক্য অনুভূত হয়েছে সুরঙ্গনার? অভিনেত্রী বলছেন, 'সেটে সমস্ত দিকে নজর থাকে অনির্বাণদার। কেমন আলো হবে, আঁচল কতটা উড়বে সবকিছু। ছন্দাকে নিজের কল্পনায় অনির্বাণদা যেমন দেখেছিলেন, তেমন করেই আমি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'                                                                     


অনির্বাণের 'ছায়া' ছবিতে অভিনয় করতে গিয়ে সুরঙ্গনার সবচেয়ে কাছের স্মৃতি বলতে কী কী? অভিনেত্রী বলছেন, 'পুরো সফরটাই ভীষণ মনে রাখার মতো। আউটডোর শ্যুটিং হলে গোটা টিমের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। তখন কোনও সমস্যা বা খুশি একজনের থাকে না, সবার হয়ে যায়। তবে এই নাটক করতে গিয়ে 'স্বপ্নসন্ধানী'-র অনেক পুরনো সদস্যদের সঙ্গে আলাপ হল। আমি এখন স্বপ্নসন্ধানীতে কাজ করছি শুনে প্রত্যেকেই খুশি তাঁরা। সত্যমদা ছাড়াও যাঁরা আমার বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, তাঁদের সঙ্গে একটা রসায়ন তৈরি হওয়া গুরুত্বপূর্ণ ছিল। রিহার্সাল করতে গিয়ে সেই বন্ডিংটা তৈরি হয়ে গিয়েছিল, সমস্যা হয়নি কোনও।