বারাণসী: ২০১১ সালে মুক্তি পাওয়া ছবি ‘ডন ২’-তে শাহরুখ খানকে দেখা গিয়েছিল ‘খাইকে পান বানারসওয়ালা’ গান গাইতে ও নাচতে। সাত বছর পর বলিউড সুপারস্টারের নামে একটি বেনারসী পানের নামকরণ করা হল।
সম্প্রতি, নিজের আসন্ন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারে বারাণসীতে গিয়েছিলেন শাহরুখ। সেখানে তিনি সহ-অভিনেত্রী অনুষ্কা শর্মা ও পরিচালক ইমতিয়াজ আলিকে সঙ্গে নিয়ে ৭০-বছরের পুরনো তাম্বুলম পান শপ-এ যান।
সকলে মিলে বিখ্যাত বেনারসী পানের স্বাদ উপভোগ করেন। সেলিব্রিটিদের হাতের কাছে পেয়ে স্বভাবতই আপ্লুত হন দোকানমালিক সতীশ কুমার। এখন তাঁর দোকানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে।
সতীশ জানান, সকলের একটাই আবদার—শাহরুখ খান যে পান খেয়েছিলেন, সেই একই পান তাঁরাও চান। আর তাতেই সতীশের মাথায় খেলে যায় বুদ্ধি। তিনি তাঁর দোকানের মিষ্টি পানের নামকরণ করেন অভিনেতার নামে।
জানা গিয়েছে, এক-একটি পানের দাম ৩৫ টাকা!