মুম্বই: প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি (Bappi Lahiri)। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের (Mumbai) জুহুর (Juhu) একটি নার্সিংহোমে জীবনাবসান হয় তাঁর। প্রায় ৫০ বছরের সঙ্গীত জীবনের কেরিয়ারে একাধিক সম্মান ও অ্য়াওয়ার্ড পেয়েছেন। ৪ টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে ঝুলিতে। ২০১৭ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয় এই কিংবদন্তি সঙ্গীত পরিচালককে।
বাপি লাহিড়ির ঝুলিতে যা যা রয়েছে --
১৯৮৫- শারাবি ছবির জন্য় প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (সেরা সঙ্গীত পরিচালক)
২০১২- বিশেষ চলচ্চিত্র পুরস্কার
২০১৫- স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড
২০১৬- সালে মহানায়ক সম্মান
২০১৭- বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার
২০১৮ সালে লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার পান বাপি লাহিড়ি
১৯৮২ সালে আরমান ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। ১৯৯১ সালেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন আজ কা অর্জুন ছবির জন্য। ২০১২ সালে মির্চি মিউজিক ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডার্টি পিকচার ছবির টাইটেল ট্র্যাকের জন্য়।
শুরু হয়েছিল ৩ বছর বয়স থেকেই। গান নয়, বরং তবলা বাজানো দিয়ে সঙ্গীতজগতে পথ চলা শুরু। ১৯৭৫ সালে হিন্দি ছবি জখমি দিয়ে কেরিয়ার শুরু। এরপর ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় হয়ে ওঠেন বাপি লাহিড়ি। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। গায়কীর নিজস্বতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।