মুম্বই: অগণিত অনুরাগীর মন ভারাক্রান্ত করে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bappi Lahiri)। বাংলা তথা দেশের সঙ্গীত জগতের আর এক নক্ষত্র পতন হল আজ। বাপি লাহিড়ির প্রয়াণে (Bappi Lahiri Passes Away) মন ভারি সকলের। অনুরাগীরা মন থেকে এই দুঃসংবাদ মেনে নিতে পারছেন না। একইভাবে মেনে নিতে পারছেন না তারকারাও। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে তাঁর নেট মাধ্যমের বাতাসও ভারাক্রান্ত। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা প্রিয় বাপি লাহিড়ির সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করছেন। জনপ্রিয় গায়ক শান (Shaan) তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রিয় বাপি দার প্রয়াণে শোকস্তব্ধ।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গায়ক শান লেখেন, 'আ ভি যা... আ ভি যা একবার... ইয়াদ আ রহা হ্যায়... তেরা পেয়ার!!! আমার মিষ্টি, প্রিয়, সবথেকে ভালোবাসার বাপি দা। আমরা তোমাকে খুব মিস করব।' শানের এই পোস্টে কমেন্টে শোক প্রকাশ করেছেন বহু নেট নাগরিক।
প্রসঙ্গত, গত একটা মাস ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি। মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তিনি হাসপাতাল থেকে ছুটি পান। কিন্তু মঙ্গলবারই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা চিকিৎসককে খবরও দেন। তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। গতকাল যখন আর এক কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা তথা দেশ, তখন মধ্যরাতের কিছু আগেই প্রয়াত হন বাপি লাহিড়ি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন - Bappi Lahiri Demise: প্রিয় বাপি দা-কে খুব মিস করছেন মাধুরী দীক্ষিত
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’-এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’-সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন।