মুম্বই : বাপি লাহিড়ির (Bappi Lahiri) প্রয়াণে শোকের ছায়া বলিউডে (Bollywood)। একের পর এক তারকার শোকবার্তা। বলিউডের 'ডিস্কো কিং'য়ের গান তাঁকে 'স্টার' হয়ে উঠতে সাহায্য করেছিল বলে সোশ্যাল মিডিয়ায় লিখলেন গোবিন্দ।


ইনস্টাগ্রামে তিনি লিখলেন, ঈশ্বর আপনার আত্মাকে আশীর্বাদ করুক, বাপিদা। আপনার গান ছাড়া কখনই স্টার হয়ে উঠতে পারতাম না। লাহিড়ি পরিবারকে সমবেদনা জানাই। আপনি আমাদের ছেড়ে গেছেন, কিন্তু আপনার সঙ্গীত চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।


'আই অ্যাম আ স্ট্রিট ড্যান্সার', 'ম্যায় আয়া তেরে লিয়ে' ও 'ম্যাঁ পিয়ার কি পূজারন'-এর মতো গান গোবিন্দর জন্য গেয়েছিলেন বাপি লাহিড়ি। 


মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান হয়েছে সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ির। হাসপাতাল সূত্রে খবর, "বাপি লাহিড়ি এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁর পরিবার ডাক্তার ডাকে। তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) র কারণে তাঁর মৃত্যু হয়' ।


১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সাঙ্গীতিক পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু।


১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।