মুম্বই: উপলক্ষ্য দুর্গাপুজো। একসঙ্গে গান রেকর্ড করলেন বাপ্পি লাহিড়ী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। দুজনের গলায় রেকর্ড হল নতুন গান 'ফুলমতি'। ফোক গানের সুরে বাঁধা এই গান পুজোর আগেই মুক্তি পাবে। একসঙ্গে গান রেকর্ড করে উচ্ছসিত দুই শিল্পী।
এতদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। অভিনেত্রীর সঙ্গে গান রেকর্ড করে উচ্ছসিত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীও। তিনি বললেন, 'তদিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রী হিসেবেই চিনেছেন সাধারণ মানুষ। এবার প্রকাশ পেয়েছে তাঁর আরও একটি স্বস্ত্বা। ঋতুপর্ণা ভীষণ সুন্দরভাবে গানটি গেয়েছেন। আশা করি তাঁর ভক্তদেরও গানটি ভীষণ ভালো লাগবে।'
অন্যদিকে প্রথমবার প্লে ব্যাক করে উচ্ছসিত ঋতুপর্ণা সেনগুপ্তও। সংবাদমাধ্যমকে তিনি বলছেন, 'গান গাইতে আমার ভালো লাগে। ছোট থেকেই গান গাওয়ার ইচ্ছা ছিল। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে গানও গেয়েছি। এর আগে অনেক ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। কিন্তু বাপ্পিদার সঙ্গে গান গাওয়াি অভিজ্ঞতা এই প্রথম। যখন বাপ্পি দা প্রথম ফ্লোরে এল, বুঝেছিলাম আমি আমার গায়িকা সত্ত্বাকে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাব।'
সম্প্রকি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল, গুরুতর অসুস্থ বাপ্পি লাহিড়ী। কথা বলতে পারছেন না তিনি। কার্যত শয্যশায়ী। প্রিয় সঙ্গীতশিল্পীর এই অসুস্থতার খবরে মনখারাপ হয়ে গিয়েছিল তামাম অনুরাগীদের। কিন্তু সমস্ত গুজবে জল ঢেলে ফেসবুকে একটি পোস্ট করেন বাপ্পিদা। সেখানে তিনি লেখেন, অসুস্থতার গুঞ্জন মিথ্যা। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। ঠিক আছে তাঁর সুরেলা গলাও। এমনকি নিয়মিত রেওয়াজের মধ্যেই রয়েছেন তিনি। বাপ্পি লাহিড়ীর এই পোস্টে স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। আর এবার একেবারে ফ্লোরে বাপ্পি লাহিড়ী। গান রেকর্ড করলেন অভিনেত্রীর সঙ্গে।
অন্যদিকে আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। 'তুমি বাংলা ছবির একজন আইকন ও শক্তি। ইন্ডাস্ট্রিতে আরও যশ হোক, উন্নতি করো। তুমি সবার অনুপ্রেরণা। শুভ জন্মদিন। প্রসেনজিৎ-এর শুভেচ্ছা' ট্যুইটারের দেওয়ালে ঝলমল করছে এই বার্তা। এই বার্তা যাঁর উদ্দেশে লেখা তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মদিন। আর এই পোস্টের লেখিকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণাকে ধন্যবাদ জানালেন অভিনেতাও।
আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে অনুরাগী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা তাঁর প্রোফআইল ভাসালেন শুভেচ্ছাবার্তায়। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা। সেই ভীড়ে সবার থেকে আলাদা হয়েও রয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের শুভেচ্ছা।