বিখ্যাত মার্কিন টেলিভিশন সিরিজ বেওয়াচ-এর ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ছবিতেই প্রিয়ঙ্কার প্রথম হলিউডে পা রাখা। ছবিতে তাঁর নাম ভিক্টোরিয়া লিডস। কিন্তু ট্রেলারে বলিউড সুন্দরীকে খুঁজে পাওয়া শক্ত, ১ সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে তাঁকে। যদিও অনেকেই বলছেন, ওইটুকু উপস্থিতিই পর্দায় আগুন ধরাতে যথেষ্ট।
বেওয়াচ ট্রেলারে প্রিয়ঙ্কা
কিন্তু ট্রেলারে এত কম কেন প্রিয়ঙ্কা? জবাব দিয়েছেন তিনি নিজেই
অর্থাৎ ছবিতে দেশি গার্লকে আরও বেশি দেখার প্রত্যাশা রাখাই যায়। হাজার হোক, ছবির ভিলেন তো তিনিই!