কলকাতা: শনিবার মুক্তি পেল মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-এর প্রথম গান 'বেহায়া'। তিন প্রজন্মের অন্দরমহলের ছোট দুঃখ, ছোট ছোট না পাওয়ার গল্প যখন একসুরে বাঁধা পড়ে তখন তাতে মেশে যৌথতার বাঁধন। এই বাঁধনের কথাই ফুটে উঠেছে 'বেহায়া' গানে। জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে অন্য মাত্রা পেয়েছে গানটি। নীলাঞ্জন চক্রবর্তীর লেখায়, মৈনাক মজুমদারের সঙ্গীত পরিচালনায় তৈরি গানটি ইতিমধ্যেই ২৩ হাজার ভিউ ছাড়িয়েছে ইউটিউবে।
জুন মাসেই নতুন ছবির নাম ঘোষণা করেন মৈনাক। প্রকাশ্যে আনেন ছবির পোস্টারও। করোনা পরিস্থিতিতে কাজ খানিক পিছিয়ে গেলেও, ৮ জুলাই থেকে ফ্লোরে নামে 'একান্নবর্তী'। গান প্রকাশের পোস্ট করেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
ছবির নাম, 'একান্নবর্তী'। ৫১ নয়, 'এক অন্ন'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।
আরও পড়ুন: Mini Movie Update: শেষ হল মৈনাক ভৌমিকের 'মিনি'-এর শ্যুটিং, ছবি পোস্ট মিমি চক্রবর্তীর
সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রায় ভুলতে বসেছি একান্নবর্তী পরিবারের আমেজ। পুরনো দিনের সেই পারিবারিক বোঝাপড়া আর আনন্দকেই পর্দায় তুলে নিয়ে আসবেন মৈনাক। একান্নবর্তী বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোকে ঘিরেই আবর্তিত হবে গল্প। সারাবছর কার্যত ব্রাত্য হয়ে পড়ে থাকা বন্দ্যোপাধ্যায় বাড়ি দুর্গাপুজোর সময় ভরে ওঠে আনন্দে। এমনই এক পুজোর গল্পকে তুলে ধরা হবে পর্দায়।