‘বহেন হোগি তেরি’....দুর্ঘটনাবশত ৮০ বছরের সহ অভিনেত্রীকে চুম্বন রাজকুমার রাওয়ের, ঘটনায় কী প্রতিক্রিয়া কমলেশ গিলের?
রাজকুমার রাও সম্প্রতি ব্যস্ত রয়েছেন ‘বহেন হোগি তেরি’-র শ্যুটিং নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শ্রুতি হাসান এবং বিগ বস-৮ জয়ী গৌতম গুলাটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রসঙ্গত, একটি দৃশ্যে শ্যুটিং বারংবার টেক-রিটেক করতে গিয়েই এই বিপত্তি ঘটে যায়
প্রসঙ্গত, একটি দৃশ্যে শ্যুটিং বারংবার টেক-রিটেক করতে গিয়েই এই বিপত্তি ঘটে যায়
আর সেই চুম্বন পেয়ে প্রবীণ অভিনেত্রী কমলেশ পড়ে যান বেজায় অস্বস্তিতে। একইরকম অস্বস্তিতে রাজকুমারও।
কিন্তু ছবিতে শ্রুতিকে ছেড়ে সহ অভিনেত্রী ৮০ বছরের কমলেশ গিলকে চুম্বন করে বসলেন রাজকুমার, তবে নেহাতই দুর্ঘটনাবশত।
তবে এই ছবি মুক্তির আগেই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে রাজকুমারকে শিবের বেশে দেখানো হয়েছে, যেখানে তিনি একটি বাইক চালাচ্ছিলেন। বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের চিন্তা-ভাবনায় আঘাত পৌঁছনোর জন্যে ছবির পরিচালক এবং প্রযোজককে গ্রেফতরা করা হয়েছিল। আপাতত তাঁরা জামিনে মুক্ত রয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -