কোহলিকে টপকে নয়া রেকর্ড গড়লেন হাসিম আমলা
সবচেয়ে দ্রুত সাত হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আমলা ও কোহলির পরেই পয়েছে এবি ডিভিলিয়ার্স (১৬৬ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭৪), ডেসমন্ড হেইন্স (১৮৭), জ্যাক ক্যালিস (১৮৮), সচিন তেন্ডুলকর, ক্রিস গেইল ও মহেন্দ্র সিংহ ধোনি (তিনজনেই ১৮৯ ইনিংসে ৭০০০ রান সংগ্রহ করেছেন)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু তাই নয়, দ্রুততম ২০০০, ৩০০০,৪০০০ ও ৫০০০ রান সংগ্রহের রেকর্ডও তাঁর দখলেই রয়েছে।
উল্লেখ্য, এই প্রোটিয়া ব্যাটসম্যান এর আগে একদিনের ক্রিকেটে দ্রুততম ৬০০০ রান করার ক্ষেত্রেও কোহলির রেকর্ড ভেঙেছিলেন।
আমলা গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ২৩ তম রান করে একদিনের ক্রিকেট কেরিয়ারে ৭০০০ রান সম্পূর্ণ করেন।
আমলা ১৫০ ইনিংস খেলে ৭০০০ রান করেছেন। অন্যদিকে, কোহলি ১৬১ ইনিংস খেলে এই রান সংগ্রহ করেছিলেন।
নতুন এক রেকর্ডের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। এক্ষেত্রে একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে টপকে সবচেয়ে কম ইনিংসে ৭০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন আমলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -